মাদ্রিদে উড়ে গেলেন ভুবন বাম! সিরিজ মুক্তির আগে ‘মানি হাইস্ট’ টিমের সঙ্গে সাক্ষৎ। সিরিজ মুক্তির আগে ‘মানি হাইস্ট’ টিমের সঙ্গে ভুবন বামের সাক্ষাৎ নতুন জল্পনার সৃষ্টি করেছে অনুরাগী মহলে। তাহলে কী ভুবনে ডিসেম্বরের ৩ তারিখে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে?