একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। কখনও খলনায়িকার চরিত্রে কখনও আবার ভালো চরিত্রে। তাঁর অভিনয়ে বারংবার মুগ্ধ হয়েছেন দর্শকরা। মূলত মা, কাকিমা এই ধরনের চরিত্রই করে থাকেন তিনি। আর সেই নন্দিনী চট্টোপাধ্যায় ই এদিন বড়সড় বিপদের মুখে পড়লেন।
আরও পড়ুন: মঞ্চের পর বর্তমানে সিনেমার পর্দা কাঁপাচ্ছেন সুজননীলের পাশে থাকা তরুণ, চিনতে পারছেন?
কী ঘটেছে?
নন্দিনী চট্টোপাধ্যায় মাঝে মধ্যেই তাঁর কাজের আপডেট ছাড়াও ব্যক্তিগত নানা মুহূর্তের ছবি, ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁর সেই পোস্টের জন্য দর্শকরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দেন, কখনও আবার পোশাকের জন্য কটাক্ষের মুখে পড়তে হয়। কিন্তু তিনি এদিন যে ছবি পোস্ট করলেন সেটা দেখে রীতিমত চমকে উঠতে হয়। তাঁর পোস্ট করা দুটো ছবিতে দেখা যাচ্ছে তিনি ঘরে বালিশের উপর দুটো হাত রেখে বসে। এটি তাঁর দুটো হাতেই প্লাস্টার করা। বাগ বাঁধা। তবুও তিনি হাসিমুখে ছবি তুলেছেন। সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, 'বিশ্রী ভাবে পড়ে গিয়েছি। দুই সপ্তাহ ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে থাকতে হবে।'
আরও পড়ুন: ফের গোলমাল স্টুডিও পাড়ায়! টেকনিশিয়ানদের দীর্ঘদিন বেতন না বাড়ায় নতুন মেগার শ্যুটিংয়ে বাধা?
কিন্তু কীভাবে পড়ে গেলেন তিনি? কীভাবেই বা এত গুরুতর চোট পেলেন? এই বিষয়ে অভিনেত্রী আজকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বাড়িতেই পড়ে গিয়েছেন। আর তাতেই এভাবে চোট পেয়েছেন। পরে ব্যথা বাড়লে তিনি চিকিৎসক দেখান এবং জানতে পারেন তাঁর দুটো হাতই ভেঙেছে।
নন্দিনী এদিন এও জানিয়েছেন যে তাঁর দুই হাতই অপারেশন হয়েছেন। বর্তমানে তিনি হিন্দি ধারাবাহিক নয়নতারার শ্যুটিং করছিলেন। ফলে কাজে ফেরার তাগিদে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে চান বলে জানান। তবে অভিনেত্রীর কথায়, 'আগের থেকে অনেকটাই ভালো আছি। এখন সেরে উঠছি।'