Deodhar Trophy: কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনের ব্যাট বলে দুরন্ত পারফরমেন্সের ফলে দেওধর ট্রফিতে ৪৮ রানের বড় ব্যবধানে জিতল নর্থ জোন। এদিনের ম্যাচে অল্পের জন্য পাঁচ উইকেট হাতছাড়া করলেন KKR এর ক্যাপ্টেন নীতিশ রানা। তবে এদিন তিনি নর্থ জোনের অধিনায়কের ভূমিকায় খেলতে নেমেছিলেন। এদিনের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল মধ্যাঞ্চল।
দেওধর ট্রফির এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩০৭ রান তুলেছিল উত্তরাঞ্চল। এদিন ওপেন করতে নেমে অভিষেক শর্মা ও প্রভসিমরন দারুণ শুরু করেছিলেন। তবে ৩৫ বলে ১৯ রান করেআউট হয়ে যান অভিষেক শর্মা। অন্যদিকে ১০৭ বলে ১২১ রানের দুরন্ত ইনিংস খেলেন প্রভসিমরন। এছাড়াও হিমাংশু রানা ৩৮ বলে ২৪ রা করেন। দলের অধিনায়ক চার নম্বরে নেমে ৫০ বলে ৫১ রানের ইনিংস খেলে রান আউট হন। এরপরে উত্তরাঞ্চলের ইনিংস এগিয়ে নিয়ে যান মনদীপ সিং। ৪২ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। এরপরে অবশ্য নিশান্ত সিন্ধুর ১৮ বলে ১৮ রা বাদে সেভাবে কেউই সফল হতে পারেননি। এদিন ২৩টি অতিরিক্ত রান দিয়েছিল মধ্যাঞ্চল। সেন্ট্রাল জোনের হয়ে যশ ঠাকুর ও বেঙ্কটেশ আইয়ার ২টি করে উইকেট শিকার করেন। শিবম মাভি ও করন শর্মা একটি করে উইকেট পান।
নর্থ জোনের দেওয়া ৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫৯ রানেই গুটিয়ে যায় মধ্যাঞ্চলের ইনিংস। তবে এই জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন নর্থ জোনের অধিনায়ক নীতিশ রানা। তিনি ১০ ওভার বল কর ৪৮ রান খরচ করে তুলে নিলেন চারটি উইকেট। আর একটি উইকেট পেলেই নিজের নামে পাঁচ উইকেট লিখতে পারতেন তিনি। তবে এদিন তিনি যেই চারটি উইকেট শিকার করলেন সেগুলো বেশ কঠিন ছিল। এই উইকেটের মধ্যে ছিল তাঁর কেকেআর-এর সতীর্থ রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ারের উইকেট। এছাড়াও যশ দুবে ও আদিত্য সারওয়াতের উইকেট তুলে নিলেন নীতিশ রানা।
এদিনের মধ্যাঞ্চলের ইনিংসের কথা বললে, যশ দুবে, উপেন্দ্র যাদব ও শিবম চৌধুরীর কথা বলতেই হবে। ওপেন করতে নেমে মাধব কৌশিক তাড়াতাড়ি আউট হয়ে গেলেও শিবম চৌধুরী ৬০ বলে ৫১ রানের ইনিংস খেলেন এবং যশ দুবে ৯২ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। এরপরে সেন্ট্রাল জোনের রান টেনে নিয়ে যান উপেন্দ্র যাদব। ৫৫ বলে তিনি করেন ৫২ রান। এছাড়া সেভাবে কেউই রান পাননি। রিঙ্কু সিংকে শূন্য রানে ফিরিয়েছিলেন নীতিশ রানা। ২৮ বলে ১১ রান করে নীতিশ রানার বলে আউট হয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার। করন শর্মা ২২ বলে ২৩ রান করলেও সেটি কার্যকর হয়নি। শেষ পর্যন্ত ৪৮ রানে ম্যাচ জেতে নীতিশ রানার নর্থ জোন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।