নিজের টুইটারে এবি লেখেন, ‘হাসিম আমলা.. কোথা থেকে যে শুরু করব? সেটা আমার কাছে সহজ হবে না। হয়তো আমার কয়েকটা দিন, সপ্তাহ, মাস, বছরও লাগতে পারে। আমি আক্ষরিক অর্থে আপনার সম্পর্কে একটি বই লিখতে পারি। হ্যা, সবসময় আমার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।’
হাসিম আমলার জন্য বিশেষ বার্তা লিখলেন এবি ডি’ভিলিয়ার্স
২০১৫ সালের ১৮ জানুয়ারি, এই দিনে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড হয়েছিল। সেই দিনে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স মাত্র ৩১ বলে সেঞ্চুরি করে একটি নতুন বিশ্ব রেকর্ড করেছিলেন। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটি খেলা হয়েছিল। এই ওয়ানডে ম্যাচে তিনটি সেঞ্চুরি করেছিল দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্সের পাশাপাশি হাসিম আমলাও অপরাজিত ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন। সেই দিনের কথা আজও ভোলেননি ডি ভিলিয়ার্স। এদিন হয়তো সেই দিনটার কথাও মনে পড়ে গেল ডিভিলিয়ার্সের। হবে নাই বা কেন সেই দিনে তো আমলাও দুরন্ত ইনিংস খেলেছিলেন।
সেই দিনেই ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হাসিম আমলা। প্রিয় সতীর্থের বিদায় দিনে তাই বন্ধুর জন্য বিশেষ বার্তা লিখলেন ডি ভিলিয়ার্স। নিজের টুইটারে এবি লেখেন, ‘হাসিম আমলা.. কোথা থেকে যে শুরু করব? সেটা আমার কাছে সহজ হবে না। হয়তো আমার কয়েকটা দিন, সপ্তাহ, মাস, বছরও লাগতে পারে। আমি আক্ষরিক অর্থে আপনার সম্পর্কে একটি বই লিখতে পারি। হ্যা, সবসময় আমার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সবসময় এমন একজন ভাই যিনি আমাকে অনেক উপায়ে নিরাপদ বোধ করিয়েছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।