ব্যাট হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ কাঁপাচ্ছেন। এবার দুর্দান্ত ক্যাচ নিয়ে বিশ্বকাপের মঞ্চ আলোকিত করে তুললেন ভারতের তারকা উইকেটকিপার রিচা ঘোষ। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন। তাও প্রথমে উলটোদিকে সরে গিয়েছিলেন রিচা। তা সত্ত্বেও দারুণভাবে সেই ক্যাচ তালুবন্দি করেন ভারতীয় তারকা। যে ক্যাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
শনিবার গারবেহায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তৃতীয় বলেই উইকেট পান রেণুকা ঠাকুর। তবে সেই উইকেটের কৃতিত্ব যতটা রেণুকার, ততটাই রিচার ছিল। দুর্দান্ত লাইনে বলটা ফেলেন রেণুকা। ওই বলটা খেলার চেষ্টা করা ছাড়া কোনও উপায় ছিল না ইংরেজ ওপেনার ড্যানি ওয়াটের। বলটা ওয়াটের ব্যাটের বাইরের দিকে কাণায় লেগে উইকেটের পিছনে চলে যায়।
আরও পড়ুন: ICC T20 WC Ind W vs Eng W Live Updates - ৫০ করে আউট ব্রান্ট, ১৭ ওভারে ইংল্যান্ড তুলল ১২০/৫
উইকেটের পিছনে প্রাথমিকভাবে বাঁ-দিকে যাচ্ছিলেন শিলিগুড়ির মেয়ে রিচা। কিন্তু বলটা ওয়াটের ব্যাটের কাণায় লাগার পর বাঁ-দিকে যাননি ভারতীয় উইকেটকিপার। কিছুটা ভারসাম্যের অভাব সত্ত্বেও ডানদিকে ঝাঁপিয়ে পড়েন। তারপর এক হাতে দুর্দান্তভাবে ওয়াটের ক্যাচ তালুবন্দি করেন রিচা। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রিচার সঙ্গে নেটিজেনদের অনেকে মহেন্দ্র সিং ধোনির তুলনাও করতে থাকেন।
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ
শনিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান তুলেছে ইংল্যান্ড। ৪২ বলে সর্বোচ্চ ৫০ রান করেন ন্যাট স্কিভার-ব্রান্ট। ২৩ বলে ২৮ রান করেন ইংরেজ অধিনায়ক হেথার নাইট। ২৭ বলে ৪০ রান করেন অ্যামি জোনস।
ভারতের হয়ে দুর্ধর্ষ বোলিং করেন রেণুকা। পাঁচটি উইকেট নেন। সবমিলিয়ে চার ওভারের স্পেলে ১৫ রান খরচ করেন ভারতের তারকা পেসার। তাঁকে ২০২২ সালের বিশেষ সম্মানও দিয়েছে আইসিসি। অন্যদিকে, একটি করে উইকেট পান শিখা পান্ডে (চার ওভারে ২০ রান) এবং দীপ্তি শর্মা (চার ওভারে ৩৭ রান)। এবার স্মৃতি মন্ধানাদের লড়াই করতে হবে। আজ জিতলেই সেমির টিকিট নিশ্চিত হয়ে যাবে ভারতের।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।