বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: RR vs LSG ম্যাচের পর লিগ টেবল না বদলালেও, বড় রদবদল কমলা আর বেগুনি টুপির তালিকায়
পরবর্তী খবর
IPL 2023: RR vs LSG ম্যাচের পর লিগ টেবল না বদলালেও, বড় রদবদল কমলা আর বেগুনি টুপির তালিকায়
3 মিনিটে পড়ুন Updated: 20 Apr 2023, 11:50 AM ISTTania Roy
রাজস্থান রয়্যালস হেরেও এক নম্বর জায়গারই দখল রেখেছে। দুইয়েই রয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রাজস্থান-লখনউ ম্যাচের পর পয়েন্ট টেবলে সে অর্থে কোনও পার্থক্য হয়নি। তবে রদবদল হয়েছে অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায়।
রাজস্থান রয়্যালস হেরেও একেই রয়ে গেল।
রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠেই লখনউ সুপার জায়ান্টস ১০ রানে হারায়। তবে এতে পয়েন্ট টেবলের কোনও অদলবদল হয়নি। তবে অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। যেমন জোস বাটলার কমলা টুপির তালিকায় দুইয়ে উঠে এসেছেন। বেগুনি টুপির তালিকায় আবার ফের শীর্ষ স্থান দখল করেছেন মার্ক উড। দেখে নিন পুরো তালিকা-
১) ফ্যাফ ডু'প্লেসি- ফ্যাফ এক নম্বর জায়গা ধরে রেখেছেন। ৫ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ২৫৯ রান। সর্বোচ্চ অপরাজিত ৭৯। গড় ৬৪.৭৫। স্ট্রাইকরেট ১৭২.৬৬।
২) জোস বাটলার- লখনউয়ের বিরুদ্ধে তাঁর টিম হারলেও, বাটলার সেই ম্যাচে ৪০ রান করে অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে পৌঁছে গেলেন। ৬ ম্যাচে মোট ২৪৪ রান করেছেন বাটলার। তাঁর সর্বোচ্চ স্কোর ৭৯। গড় ৪০.৬৭। স্ট্রাইকরেট ১৪৬.৯৮।
৩) বেঙ্কটেশ আইয়ার- ৫ ম্যাচে মোট ২৩৪ রান করে আপাতত তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন বেঙ্কটেশ। সর্বোচ্চ স্কোর ১০৪। গড় ৪৬.৮০। স্ট্রাইকরেট ১৭০.৮০।
৪) শিখর ধাওয়ান- ৪ ম্যাচ খেলে মোট ২৩৩ রান করে ফেলেছেন শিখর ধাওয়ান। তিনি কমলা টুপির তালিকায় চারে রয়েছেন। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৯৯। গড় ১১৬.৫০। আর স্ট্রাইকরেট ১৪৬.৫৪।
৫) শুভমন গিল- রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শুভমন গিল ৩৪ বলে ৪৫ রান করেন। ৫ ম্যাচে এখন তাঁর মোট সংগ্রহ ২২৮ রান। তাঁর সর্বোচ্চ রান ৬৭। গড় ৪৫.৬০। স্ট্রাইকরেট ১৩৯.৮৭। তিনি এখন কমলা টুপির তালিকায় পাঁচে রয়েছেন।
৬) ডেভিড ওয়ার্নার- টানা ৫ ম্যাচে হারলেও, দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার কমলা টুপির লড়াইয়ে প্রথম পাঁচে রয়ে গিয়েছেন। তাঁর মোট রান এখন ২২৮। সর্বোচ্চ ৬৫। গড় ৪৫.৬০। স্ট্রাইকরেট ১১৬.৯২।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।