স্টপ-গ্যাগ হলেও ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের একটি দলের অধিনায়ক। রেকর্ডও নেহাত মন্দ নয়। তা সত্ত্বেও এশিয়ান গেমসে ভারতের ‘বি’ টিমে (দ্বিতীয়সারির দল) সুযোগ পাননি নীতীশ রানা। যা নিয়ে ঘুরিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়কের স্ত্রী সাচ্চি মারওয়া। একাধিক উক্তি পোস্ট করেন। সেইসঙ্গে শেষ ২৫ টি-টোয়েন্টি ম্যাচে নীতীশের পরিসংখ্যানও তুলে ধরেন। যা দেখে সংশ্লিষ্ট মহলের মতে, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ককে দ্বিতীয় সারির ভারতীয় দলে সুযোগ না দেওয়ার ক্ষোভ উগরে দিয়েছেন সাচ্চি। নাম না করে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও আক্রমণ শানিয়েছেন। হতবাক হয়েছেন নেটিজেনদের একাংশও। তবে শুধু নীতীশ নন, ভারতের ‘বি’ দলে রাহুল তেওয়াটিয়াকে না রাখার সিদ্ধান্তও নিয়ে প্রশ্ন উঠেছে।
শুক্রবার এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার ঘণ্টাখানেক পরেই নিজের টুইটার অ্যাকাউন্টে একটি উক্তি পোস্ট করেন সাচ্চি। তাতে লেখা ছিল, ‘হয় আপনি তিতিবিরক্ত হয়ে যান অথবা আপনি আরও ভালো হয়ে ওঠেন। এটা একেবারে সহজ বিষয়। আপনার সঙ্গে যা হচ্ছে, সেটা গ্রহণ করে নিজেকে আরও ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ করে দিতে পারেন বা নিজেকে ছিঁড়ে খেতে পারেন। পছন্দটা আপনারই।’
আরও পড়ুন: Asian Games 2023: এশিয়ান গেমসে অধিনায়ক হওয়া দূরের কথা, নামই নেই ধাওয়ানের! তাহলে থাকবেন বিশ্বকাপে?
সেই পোস্টের ১০ মিনিট পরেই সাচ্চির অ্যাকাউন্ট থেকে আরও একটি টুইট ভেসে ওঠে। তাতে লেখেন, ‘ধৈর্য এবং অধ্যবসায়: দৃঢ় মানসিকতা এবং সহনশীলতার সঙ্গে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করেন ভগবান কৃষ্ণ। উনি অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে পরীক্ষার মুখে পড়ার বিষয়টি জীবনের অনিবার্য অংশ। তাই দৃঢ় মানসিকতা নিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।’ সেইসঙ্গে নিজের অ্যাকাউন্টে নীতীশের পরিসংখ্যান নিয়ে একটি টুইটও ‘পিন’ করে রাখেন সাচ্চি।
পুরো কাণ্ড দেখে সংশ্লিষ্ট মহলের ধারণা, নীতীশকে ভারতের দ্বিতীয় সারির দলেও সুযোগ না দেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন কেকেআর অধিনায়কের স্ত্রী। তবে শুধু নীতীশের স্ত্রী নন, নেটিজেনদের একাংশও নীতীশকে দলে না সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তেমনই একজন বলেন, ‘ভারতীয় দলে নীতীশ রানাকে রাখা উচিত ছিল। এটা দেখে অত্যন্ত বিরক্ত লাগছে যে পারফর্ম করলেও বারবার ওকে অবহেলা করা হচ্ছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।