মেয়েদের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বড় জয় পেল বাংলাদেশ। ৫০ বল বাকি থাকতে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারানোর রেকর্ড করে ফেলল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের বোলারদের দাপটে ৮২ রানে অল আউট হয়ে যান থাইল্যান্ডের মেয়েরা। আর ৫০ বল বাকি থাকতে ৯ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেন নিগার সুলতানারা।
টসে জিতে ব্যাট করতে নেমেছিল থাইল্যান্ড। আর অই সিদ্ধান্তই বুমেরাং হয়ে যায়। বাংলাদেশের সকালের আবহাওয়ার সুবিধে পায় স্পিনাররা। বাংলাদেশের স্পিনারদের জাদুতে চাপে পড়ে থাইল্যান্ড। রুমনা আহমেদদের ঝড়ে একেবারে খড়কুটোর মতোই উড়ে যায় থাইল্যান্ডের ব্যাটাররা।
আরও পড়ুন: ৬ অক্টোবর অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত, দেখে নিন প্রস্তুতি ম্যাচ সহ ভারতের WC সূচি
ফন্নিতা মায়া ২২ বলে ২৬ রান করেন। যেটা থাইল্যান্ডের ক্রিকেটারদের করা সর্বোচ্চ রান। এ ছাড়া নাথাকান চনথাম ৩৮ বলে ২০ রান করেন। রোসেনন কানোহ ১২ বলে ১১ করেন। সোর্ননারিন টিপ্পোচ ১৫ বলে ১০ করেন। বাকিরা তো দুই অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি।
৩ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন রুমনা আহমেদ। নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সোহেলি আক্তার ২টি করে উইকেট নেন। সালমা খাতুন ১টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: সল্টের ঝোড়ো ইনিংসে ইংল্যান্ডের জয়, পাকিস্তানের ক্ষতে নুনের ছিটে দিয়ে হল বড় নজির
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।