বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যবসা সহ একাধিক দিকের কারক হচ্ছেন বুধ। আর এই বুধ ২৩ মে, মেষ রাশি থেকে বের হয়ে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। উল্লেখ্য, বৃষ হল শুক্রের রাশি। ফলত, দৈত্যগুরু শুক্রের রাশিতে এবার যেতে চলেছেন 🔯বুধ। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকবেন। ২৩ মে দুপুর ১. ১৩ মিনিটে এই গোচর রয়েছে। বুধ বৃষ রাশিতে আসার ফলে বহু ক্ষেত্রে বিশেষ ৩ রাশির জাতক জাতিকার ভাগ্যে 🌌তুমুল উন্নতি আসবে।
মিথুন
এই রাশির জাতক জাতিকারা হঠাৎ সব ক্ষেত্রে প𒈔েতে পারেন লাভ। বহু ক্ষেত্রে এরা অপার সাফল্য পেতে পারেন। তবে স্বাস্থ্য নিয়ে সামান্য সতর্ক থাকতে হবে। যে কাজ সাবধানতা নিয়ে করবেন, সেই কাজেই পাবেন সাফল্য। আর্থিক দিক থেকে এই সময় ভালো কাটবে। ব্যবসার দিক থেকেও সময় ভালো কাটবে। কোনও ঝুঁকি পূর্ণ কাজ থেকে বিরত থাকা ভ🐷ালো। প্রেম জীবন ভালো কাটবে। কর্মজীবনে বহু কাজের প্রশংসা পাবেন। চাকরিরতদের জন্য সময় ভালো কাটবে। প্রেম জীবন ভালোর দিকে যাবে। সিনিয়রদের সহযোগিতা পাবেন।
( মাওবাদী অপারেশনে ২০০ বার মৌমাছির দংশন সহ্য করেছে CRPFর 'স্নিফার 𝓰𓂃ডগ' রোলো! শেষে ঘটল…)
( দ🍌েশ জুড়ে ‘বয়কট টার্কি’ রব! 🌊তুরস্ককে ধাক্কা দিতে এবার ময়দানে ‘জামিয়া মিলিয়া ইসলামিয়া’ও)
সিংহ
আপনার বহু আকাঙ্খা পূরণ হতে থাকবে। এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ার আর প্রতিষ্ঠায় এই গোচরের প্𝄹রভাব দেখা যেতে পারে। চাকরিরতদের বেতনে বৃদ্ধির যোগ🦂 রয়েছে। আপনার সহকর্মী আর সিনিয়র অফিশিয়ালদের পুরো সমর্থন মিলবে। আপনার প্রমোশনেরও যোগ রয়েছে। আপনি যে কাজ করেছেন, তাতে আপনার পরিশ্রমের দ্বারা আলাদা পরিচিতি তৈরি হবে। চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁরা পাবেন সাফল্য। সন্তানের তরফ থেকে বহু শুভ খবর আসতে পারে। স্বাস্থ্যও ভালো থাকবে।
কুম্ভ
এই রাশির জাতক জাতিকারা পাবেন ভৌতিক সুখ। অনেকে ঘরে বসেই শুরু করতে পারেন মনের মতো ব্যবসা। বহু বিলাস ব্যবসনের সুখ পেতে পারেন। বাড়িঘর সংস্কার করতে পারেন। অনেকে ব্যবসাও শুরু করতে পারেন। চাকরির জন্যও এই সময় ভালো কাটতে চলেছে। কড়া পরিশ্র📖মের দ্বারা বহু বড় লাভ আসবে। নতুন নতুন শৃঙ্গ জয় করতে পারবেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। প্রেম জীবন ভালো কাটতে থাকবে। দাম্পত্য জীবন ভালো থাকবে। স্বাস্থ্যের দিকে চিন্তা রয়েছে।
(এই প্রতি♏বেদনের তথ্য মান্যতা নির্ভর। এর 💮সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)