হিন্দু ধর্ম এবং পূজাবিধিতে বিভিন্ন ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। কিছু কিছু ফুল আছে যা দেবতাদের বিশেষ প্রিয়। দেবতাদের প্রিয় ফুল দিয়ে পুজো করলে, তাঁরা খুশি হন এবং মনষ্কামনা পূর্ণ করেন, এমনই প্রচলিত বিশ্বাস। তবে চিনে নিতে হবে কোন ফুল কোন দেবতাকে অর্পণ করা উচিত।