মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার যাচ্ছেন সন্দেশখালি। সেখানে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঠিক তার পরদিনই অর্থাৎ মঙ্গলবার সন্দেশখালিতে জনসংযোগ কর্মসূচিতে যাওয়ার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে সন্দেশখালিতে তৃণমূল কংগ্রে♌সের কোনও লাভ হবে না বলে দাবি করেছেন শুভেন্দু। সোমবার সন্দেশখালিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁসও করবেন বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু।
সন্দেশখালিতে একাধিক উপভোক্তাকে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। ওই লোকসভা কেন্দ্র এখন তৃণমূল কংগ্রেসে🙈র দখলে। লোকসভা নির্বাচনের আগে সেখানে হাওয়া গরম করেছিল বিজেপি। কিন্তু পরে সেই তথ্য মিথ্যা প্রমাণ করে ফসল ঘরে তোলে তৃণমূল কংগ্রেস। এবার শুভেন্দু অধিকারী বলেন, ‘কোনও লাভ হবে না। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালি বিধানসভায় বিজেপি ৭ হাজার ভোটে লিড পেয়েছে। যেখানে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সুকুমার মাহাতো ৭০ হাজার ভোটে জিতে বিধায়ক হয়েছেন। বসিরহাট আমরা জিততে পারিনি মুসলিম ভোট প্রায় ৬০ শতাংশ থাকায়।’
আরও পড়ুন: বর্ষবরণের রাতে কি কড়া নিরাপত্তা থাকবে? গোটা বিষয়টি স্পষ্ট করলেন পুলিশ কমিশনার
এই সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্রকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু গোহারা হারতে হয়। তারপর হাজি নুরুল ইসলাম প্রয়াত হন। সেখানে উপনির্বাচন এখনও হয়নি। তবে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি আবার হারে। আর সেখানে জেতে হাজি নুরুল ইসলামের ছেলে। এবার শুভেন্দুর বক্তব্য, ‘মিনাখাঁ, বাদুড়িয়া, হাড়োয়া, বসি⛦রহাটে যেখানে হিন্দুরা সংখ♐্যালঘু সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয় না। মুখ্যমন্ত্রী যেদিন সন্দেশখালি যাবেন তার পরের দিন আমি যাব। তবে মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করতে পারব না। কারণ ওটা সরকারের টাকা। তবে জনসংযোগ সারব। কঠিন সময়ে সন্দেশখালির পাশে ছিলাম, আজও আছি। ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সর্বত্র।’
এখন সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। গোটা বিষয়টির তিনি তদারকি করছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু হুঁশিয়ারি, ‘সন্দেশখালিতে হিন্দুদের, জনজাতিদের ১ কোটি টাকা করে মুখ্যমন্ত্রী দিতে পারেন। গরিব মানুষ তা নিতে পারেন। তবে কোনও হিন্দু, তফসিলি, জনজাতিরা তৃণমূল কংগ্রেসক🅷ে ভোট দেবে না। পিঠা তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি ভোট দিতে পারে। তবে বিজেপি আরও বেশি ভোটে জিতবে। বসিরহাটে লোকসভা নির্বাচন নিয়ে যে মামলা চলছে তাতে রেখা পাত্রর এমপি হওয়া সময়ের অপেক্ষা।’