প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিন গত ৬ মার্চ নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির কর্মীদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল বিজেপি। তবে সেই ঘটনায় এবার নন্দীগ্রামের দুই বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল। তৃণমূল কর্মীদের ওপর হামলার জন্যই তাদের সাসপেন্ড করা হয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণেন্দু মণ্ডল ও গোপাল প্রধানকে দল থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।
আরও পড়ুন: তৃণমূল নেতাকে মারধর, পালটা বিজেপির পার্টি অফিসে আগুন, উত্তপ্ত খানাকুল
কী ঘটেছিল?
জানা গিয়েছে, আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা রয়েছে। এই উপলক্ষে গত ৬ মার্চ মহেশপুরে তৃণমূলের তরফে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা শেষে বৃন্দাবনপুরের দিকে যাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। তখনই তাদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা অশোক দাস এবং ভরত দাস। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে চলে তাদের চিকিৎসা। এরপর এই ঘটনার প্রতিবাদে মহেশপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে তৃণমূল।
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন, তমলুক সংগঠনিক জেলা যুব সভাপতি আসগর আলি, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং শেখ সুফিয়ান সহ অন্যান্যরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়া পোস্টেও তৃণমূল সরব হয়। তাদের তরফে অভিযোগ তলা হয়েছিল, শুভেন্দু অধিকারীর নির্দেশে তাদের উপর হামলা চালানো হয়। তাঁর নেতৃত্বে সেখানে দৌরাত্ম্য বাড়ছে।