গ্রামে পুজোর চাঁদা দিতে না পারায় এক ক্যান্সার রোগীকে বয়কটের অভিযোগ গ্রামের তৃণমূলি মাতব্বরদের বিরুদ্ধে। ঘটনা নন্দীগ্রামের ওসমানচকের। বিশ্বামিত্র ওঝা নামে ওই ব্যক্তির দাবি, গ্রামের দোকান - ঘাটে যেতে দেওয়া হচ্ছে না তাঁকে। এমনকী সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন তিনি। তার পর বাড়ি তৈরির সরঞ্জাম ঢুকতে বাধা দিচ্ছে গ্রামের মাতব্বররা।বিশ্বামিত্রবাবুর দাবি, তিনি ক্যান্সার রোগী। গত বছর গ্রামের পুজোর চাঁদা নিয়ে গ্রামবাসীদের একাংশের সঙ্গে বিবাদ হয় তাঁর। এর পর তাঁর পরিবারকে অলিখিতভাবে বয়কটের ডাক দেয় গ্রামের মাতব্বররা। দোকানে গেলে কেউ জিনিস বিক্রি করে না। মাঠে ছেলের সঙ্গে কেউ খেলে না। এর মধ্যে বিশ্বামিত্রবাবুর এক নিকটাত্মীয়ের প্রয়াণ হয়। তাঁকে শেষ দেখা দেখতে যেতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ।সম্প্রতি বিশ্বামিত্রবাবু বাংলার বাড়ি যোজনার টাকা পেলে এই সমস্যা চরম আকার নেয়। অভিযোগ, বাড়ি তৈরির সরঞ্জাম আনতে গেলে তাঁকে বাধা দেন গ্রামবাসীরা। এর পর পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগ দায়ের করেন গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে।ওদিকে অভিযুক্ত গ্রাম কমিটির সম্পাদক বিজনকুমার মান্নার দাবি, ওর সঙ্গে আমাদের একটা বিবাদ হয়েছিল। সেটা ও মিটিয়ে নিতে পারত। আমরা ওর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ করিনি। উলটে ও আমাদের নামে থানায় এসে অভিযোগ করে গেছে। আমাদের গ্রামের রাস্তার অবস্থা ভালো নয়। তার ওপর দিয়ে ভারী মেশিনভ্যান গেলে রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ওকে দূরে কোথাও মাল নামিয়ে ভ্যানে করে টেনে নিয়ে যেতে বলেছিলাম। বয়কট বলে আমাদের গ্রামে কিছু হয় না।অভিযোগ পেয়ে গ্রাম কমিটির কয়েকজন সদস্যকে ডেকে পাঠায় পুলিশ। ওদিকে বিজেপির দাবি, বাংলার বাড়ির কাটমানি না পেয়ে তৃণমূল বাধা দিচ্ছে বলে মনে হয়। নইলে একজন নিজের বাড়ি করতে পারবেন না সেটা হতে পারে না।