আদালতের নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। গ্রামে ফিরলেন ছত্রধর মাহাতো। মঙ্গলবারই তিনি এনআইএ মামলা থেকে রেহাই পেয়েছেন। অনেকেই অপেক্ষা করছিলেন কবে খাসতালুকে পৌঁছবেন ছত্রধর মাহাতো। অবশেষে গেলেন তিনি। রবিবার দুপুর। নিজের গ্রাম। ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আমলিয়া গ্রামে গেলেন তিনি। সেই জঙ্গলমহল।
জেলায় প্রবেশের আগে লোধাশুলি। সেখানেই তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সংবর্ধনা মঞ্চের। আর সেখানে সংবর্ধনা দেওয়া হল ছত্রধর মাহাতোকে।
একটা সময় তিনি ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। পরে জেলে যেতে হয় তাঁকে। অবশেষে জেল থেকে মুক্তি পেয়ে তিনি এলেন নিজের গ্রামে। তবে ফের কি তিনি ফিরবেন রাজনীতিতে?
সরাসরি তার উত্তর মেলেনি। তবে সামাজিকভাবে মানুষের পাশে যে তিনি থাকবেন তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ছত্রধর।
এবার কী করবেন?
ছত্রধর জানিয়েছেন, ঝাড়গ্রামে ফিরে আদিবাসী, মূলবাসী মানুষের কাজ করব। এর বেশি এখনও কিছু ভাবনাচিন্তা করিনি। আজ আমি আমার সঙ্গীসাথীদের পাশে পেয়েছি। পরিষ্কার জলের মতো একটা মিথ্য়া মামলা দিয়ে আটকে রেখেছিল। বিজেপির নাম তিনি করেননি। তবে নিশানায় তারাই। ছত্রধর বলেন, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রের মাধ্য়মে জয়লাভ করতে পারছে না। তার জন্য বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর আক্রমণ শানাচ্ছে।