রাজ্যে ভোটার তালিকায় কারচুপি করে বাংলাদেশিদের নাম তোলা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরা। কাকদ্বীপের তৃণমূল বিধায়কের দাবি, পশ্চিমবঙ্গে সরকারি পরিষেবা পাওয়ার সঙ্গে ভারতীয় নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই। ভারতীয় নাগরিকত্ব নেই এমন ব্যক্তিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শুরু করে সরকারি সুবিধা পেয়ে আসছেন।
শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্টুরাম বলেন, ‘তারা তো অনেক আগে থেকেই সরকারি পরিষেবা এখানে পাচ্ছে। এই সরকার আসার পর থেকে। সেজন্য তাকে ভোটার হতে হবে তা তো নয়। ভোটার কার্ডের সঙ্গে বা নাগরিকত্বের সঙ্গে তাঁর সুযোগ সুবিধা পাওয়াটা এক হতে পারে কি?’
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন মন্টুরাম। তবে মন্ত্রী হিসাবে এলাকায় সক্রিয় না থাকায় তাঁকে পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্টুরামের দাবিতে একাধিক প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, কী ভাবে নাগরিকদের করের টাকায় বিদেশিদের পরিষেবা দিতে পারে রাজ্য সরকার? কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করতেই কি সরকারের এই নীতি? এভাবে কি জাতীয় নিরাপত্তার জন্য রাজ্যকে ঝুঁকিপূর্ণ করে তুলছে না তৃণমূল সরকার?