আজ, মঙ্গলবার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল নদিয়ার করিমপুরে। আজ মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরগামী একটি চার চাকার গাড়ি করিমপুরে বাসের আঘাতে ধাক্কা দেয় গাছে। আর তখনই ওই গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে ওই বেসরকারি বাস। বাসের গতিবেগ তীব্র থাকায় ওই গাড়ির ব্যাপক ক্ষতি হয়। আর গাড়ির চালক–সহ ওই গাড়িতে থাকা মোট ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা। এখনও কারও পরিচয় জানা যায়নি। আহত হন ওই বেসরকারি বাসের একাধিক যাত্রী। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কৃষ্ণনগ🌳র-করিমপুর রাজ্য সড়কে মহিষবাথান মাঠ এলাকারꦑ এই পথ দুর্ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে স্থানীয় সূত্রে খবর, আজ সকাল ৭টা নাগাদ এইꦅ ভয়াবহ ও মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। কৃষ্ণনগর–করিমপুর রাজ্য সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল মারুতি গাড়ি। তাতে কমপক্ষে পাঁচজন ছিলেন। তখন দ্রুতগতিতে কলকাতাগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস এসে ওই গাড়িকে ধাক্ক൲া মারে। আর তার জেরে ওই চার চাকার গাড়ি ধাক্কা মারে গাছে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই গাড়ির পিছনে ধাক্কা মারে বেসরকারি বাস। বাসের ধাক্কা এতটাই জোরালো ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ওই গাড়ির ভিতর থাকা যাত্রীরা সকলেই পিষে মারা যান বলে খবর।
আরও পড়ুন: হাওড়া ডিভিশনের শতবর্ষ পালনে বিশেষ ডাকটিকিট প্রকাশ করা হবে, আর কী হচ্ছে?
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা এই ভয়াবহ পথ দুর্ঘটনা দেখে প্রথমে ছুটে আসেন ওখানে উদ্ধারকাজ করতে। আর তারপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর থানার পুলিশ। ক্রেনের সাহায্যে ওই গাড়ি থেকে দেহগুলি বের করা হয় এবং সেগুলি শনাক্ত করতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই পথ দুর্ঘটনার জেরে বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ করতে নামেন। ওই মারুতি গাড়ির ভিতরে আটকে থাকা যাত্রীদের উ♌দ্ধার করতে নানা প্রচেষ্টা করা হয়। আর তড়িঘড়ি খবর দেওয়া হয় করিমপুর থানায়।
তারপর সেই খবরের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগায়। তবে সেখানে পৌঁছয়ে যায় দমকল বাহিনীও। ঘাতক বাসটিকে সরিয়ে মারুতির ভিতর থেকে নিহতদের উদ্ধার করা হয়। মৃতদের কারও পরিচয় এখনও জানা যায়নি। তবে বেসরকারি বাসের গতি অনেক বেশি ছিল বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দারা। এই পথ দুর্ঘটনার সময় গাড়ি এবং বাসটির গতিবেগ কত ছিল সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে। কোনও রেষারেষির ঘটনা ঘটেছিল কিনা তাও দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ মৃতদের পরিচয় জানারও চেষ্টা ꧑করছে।