দিনকয়েক আগেই পানিট্যাঙ্কি এলাকা থেকে একজন সন্দেহভাজন চিনা নাগরিককে আটক করেছিল এসএসবি। ফের শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে অপর এক চিনা নাগরিককে আটক করেছে এসএসবি। তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়নের পানিট্যাঙ্কি বর্ডার আউট পোস্টের হাতে ধরা পড়ে ওই চিনা নাগরিক। পরিচয়পত্র অনুসারে ধৃতের নাম লেবসাং নাইমা। গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি তাকে পাকড়াও করে। এদিকে মেচি নদীর ব্রিজ পেরিয়ে এর আগেও এক সন্দেহভাজন চিনা নাগরিক ভারত থেকে নেপালে চলে যাওয়ার চেষ্টা করেছিল। এর আগে মালদা থেকেও এক সন্দেহভাজন চিনা নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। তব পুলিশ গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এদিকে তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড পাওয়া গিয়েছে। পাশাপাশি চিনা নাগরিক হিসাবে তার পরিচয়পত্রও পুলিশ পেয়েছে। সেক্ষেত্রে ওই ব্যক্তি কীভাবে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত কি না সেটা জানার চেষ্টা করছে পুলিশ। এর সঙ্গে সে কতদিন এখানে রয়েছে, কোথায় যাওয়ার চেষ্টা করছিল সেসব পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। ধৃতের কাছ থেকে ভারত, চিন, নেপালের মুদ্রা ও মোবাইল পাওয়া গিয়েছে। এদিকে চিকেন নেক বলে পরিচিত শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা ভারতের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকারণে কাদের সঙ্গে ওই চিনা নাগরিক যোগাযোগ রাখত সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।