নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল। তদন্তকারী সংস্থার সামনেও আসতে হয়েছিল। সেই তৃণমূল কংগ্রেস বিধায়ౠক বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছেন বলে খবর। আহত তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা এখন হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, মাথায় মারাত্মক চোট পেয়ে অচেতন হয়ে যান বিধায়ক। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসতে হয়েছে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। কলকাতার বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে এখন চিকিৎসাধীন। বিধায়কের ব্রেন ডেথ হয়েছে অনেকে বলছেন।
এদিকে ২০১৬ থেকে ২ꩲ০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক ছিলেন তাপস সাহা। ২০২১ সালে তাঁর বিধানসভা কেন্দ্র বদলে দেয় তৃণমূল কংগ্রেস। তেহট্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচিত হন তাপস সাহা। তারপর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে যায় এই বিধায়কের। বাড়িতে সিবিআই হানা দেয়। তল্লাশি করা হয় এবং কণ্ঠস্বরও সংগ্রহ করেন তদন্তকারীরা। এই আবহে বুধবার নিজের বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন বিধায়ক তাপস সাহা। তাঁর অব🌊স্থা এখন সঙ্কটজনক। ব্রেন ডেথের আশঙ্কা করছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: ‘এবারে কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা’, বিজেপির কর্মসূচি নিয়ে হুঙ্কার শুভেন্দুর
অন্যদিকে ২০২৪ সালেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নাম উঠে এসেছিল তাপস সাহার। চাকরি দেওয়ার নাম করে বিধায়ক কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে। তখন নিজাম প্যালেসে হাজিরা দিয়ে বলেছিলেন, ‘আমায় আবার ডাকা হয়েছিল। আমি তদন্তে সহযোগিতা করব।’ পরিবার সূত্রে খবর, এদিন অনেক বেলা হয়ে গেলেও ঘর থেকে বের হচ্ছিলেন না বিধায়ক। তখন পরিবারের সদস্যরা ঘরে ডাকতে গিয়ে দেখেন বিছানায় অচেতন অবস্থা পড়ে রয়েছেন বিধায়ক। সময় নষ্ট না করে বিধায়ককে তেহট্ট মহকুমা হাসপাতাল꧒ে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। আরপর অবস্থার অবনতি হলে তাঁকে অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় পাঠানো হয়।
তৃণমূল কংগ্রেস বিধায়ক পড়ে গিয়ে চোট পেয়েছেন এবং সেটা ব্রেন স্ট্রোকে রূপান্তরিত হয়েছে এটা বলছে তাঁর অনুগামীরা। পরিবারের সদস্যরা সে কথা বলছেন না। তাঁরা ব্রেন স্ট্রোক হয়ে বিছানায় পড়ে থাকার কথা বলছেন। সুতরাং এখানে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। নিয়োগ দুর্নীতিতে তেহট্টের বিধায়ক তাপস সাহার নাম জড়িয়ে যাওয়ার জেরে তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। বে🔥শ কিছু জরুরি নথি তখন বাজেয়াপ্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে তাপস সাহাকে তলবও করা হয়েছিল। এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক গুরুতর অসুস্থ হয়ে পড়লেন।