টোটো রাখা নিয়ে বচসা থেকে গোষ্ঠী সংঘর্ষের পর রবিবারও থমথমে রতুয়ার দেবীপুর। এলাকা জুড়ে টহল দিচ্ছে পুলিশ। রবিবার দিনভর তল্লাশি চালিয়ে ওই ঘটনায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতে দেবীপুরে একটি মন্দিরের সামনে টোটো রাখা নিয়ে বিবাদের সূত্রপাত। বচসা চলাকালীন টোটোটির কোনও অংশ ভেঙে যায় বলে জানা গিয়েছে। এর পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বেশ কয়েকটি বাড়ি ও দোকানে হামলা হয় বলে অভিযোগ। ভাঙচুর হয় বেশ কয়েকটি গাড়ি।
অনিমেশ সাহা নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, সাত ৯টা নাগাদ আমি বাড়ি গিয়ে ভাত খাচ্ছিলাম। তখন হঠাৎ বাড়ির বাইরে ইঁট পাটকেল ছোড়ার আওয়াজ পাই। ছাদে উঠে দেখি, কয়েকশ লোক আমার বাড়ি ও গাড়ি লক্ষ্য করেই এলোপাথাড়ি ইট ছুড়ছে। কেন আমার বাড়িতে হামলা হচ্ছে আমি কিছুই জানি না। আমি কোনও গোলমালে ছিলাম না। আমার ২টো গাড়ি ভাঙচুর করেছে। বাড়ির বাইরের দিকের সব কাচ ভেঙে চুরমার করে দিয়েছে। এছাড়া আমার দোকানে ভয়ানক ভাঙচুর করে ১০ – ১২ লক্ষ টাকার মাল লুঠ করে নিয়ে গিয়েছে। এলাকার লোকের সঙ্গে বাইরের লোক মিলে ভাঙচুর চালিয়েছে। আমি বোমাবাজির আওয়াজ শুনতে পেয়েছি। পুলিশকে পর্যন্ত তাড়া করেছে তাণ্ডবকারীরা। আমার বাড়িতে ২ বছরের সন্তান রয়েছে। সে আমাকে জিজ্ঞেস করছে, বাবা কী হচ্ছে? ওকে আমি কী জবাব দেব? আমরা কী পরিবেশে থাকছি।
শনিবার রাতের ঘটনার পর রবিবারও এলাকার পরিবেশ থমথমে, বন্ধ দোকানপাট। এলাকায় চলছে পুলিশি টহলদারি। এই ঘটনাই উভয় পক্ষের ২১ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।