বাংলা নিউজ > বাংলার মুখ > HT Bangla Exclusive: ভোটের সাতকাহন- ও কিছুই জানে না, মেকআপ দিয়ে মেকওভার হয় না, রচনাকে বার্তা লকেটের
পরবর্তী খবর
HT Bangla Exclusive: ভোটের সাতকাহন- ও কিছুই জানে না, মেকআপ দিয়ে মেকওভার হয় না, রচনাকে বার্তা লকেটের
2 মিনিটে পড়ুন Updated: 15 May 2024, 10:26 AM ISTMoinak Mitra
লোকসভা নির্বাচনে এবার ফের হুগলি থেকেই লড়ছেন লকেট চট্টোপাধ্যায়। পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে সেখানে। তার আগে HT বাংলার মুখোমুখি হয়ে জানালেন,রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর লড়াই ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে।
হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
কয়েক বছর আগে পর্যন্ত বঙ্গ রাজনীতিতে সব থেকে চর্চিত জেলার নামই ছিল হুগলি। অবশ্য সাম্প্রতিতকালে সেই চর্চায় ভাগ বসিয়েছে মেদিনীপুরও। কারণ সেখান থেকেই এতদিন লোকসভায় জিততেন দিলীপ ঘোষ। এছাড়া বিরোধী দলনেতাও জিতেছেন নন্দীগ্রাম থেকে। তবে লোকসভা ভোট আসলেই বারবার বাংলার মানুষের মুখে উঠে আসে হুগলির প্রসঙ্গ, কারণ অবশ্যই সিঙ্গুর। এই মাটি থেকেই আন্দোলন করে সিপিআইএমের ৩৪ বছরের শাসনে দাঁড়ি টেনে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে লোকসভায় জিততেন ডাঃ রত্না দে নাগ। কিন্তু ২০১৯ সালেই হুগলিতে হয় পালাবদল, সকলেই চমকে যান সেখানকার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে জেতানোয়। এবারে সেই আসনে রয়েছে হাড্ডাহাড্ডি টক্কর। সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যারে প্রার্থী দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির লকেট চট্টোপাধ্যায়।
কদিন আগেই হুগলিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে গেছেন স্নেহের লকেটের জন্য। বীরভূমের ময়ূরেশ্বরে যখন লকেট নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন, তখন বিজেপির এত রমরমা ছিল না বাংলায়। তবুও লড়াইয়ের মাটিতে ছাড়েননি। অনুব্রত মণ্ডলের ডেরায় হারার পর এক্কেবারে কঠিন কেন্দ্র হুগলি থেকে জিতেই সংসদে গেছেন লকেট। এবারও কেমন চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে, HT বাংলাকে একান্ত সাক্ষাৎকারে জানালেন হুগলি থেকে গতবার ৭৩ হাজার ভোটে জেতা বিজেপির সাংসদ।