দীর্ঘদিন ধরেই পরিশোধিত পানীয় জল সরবরাহের দাবি করে আসছিলেন বিধাননগর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা। সেই দাবি মেনে এবার ওই সমস্ত ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুরসভা। ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি কেষ্টপুর, হাতিয়ারা, সমরপল্লি এবং আশেপাশের এলাকায় বাড়িতে পরিশোধিত পানীয় জল সর🏅বরাহ পৌঁছে দেওয়া হবে। অটল মিশন রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন (এএমআরইউটি) প্রকল্পের আওতায় ওই সমস্ত ওয়ার্ডের ৭৫ হাজার বাসিন্দা পরিশোধিত পানীয় জল পাবেন।
এই প্রকল্পের ব্যয় ৪০ কোটি টাকারও বেশি খর𝐆চ হবে বলে অনুমান পুরসভার আধিকারিকদের। এএমআরইউটির সেল থেকে অনুমোদন পাওয়ার পরেই কাজ শুরু করা হবে বলে বিধাননগর পুরসভা সূত্রে জানা গিয়েছে। সাধারণত বিধানগরের অনেক এলাকা এখনও ভূগর্ভস্থ পানীয় জলের ওপর নির্ভরশীল। তবে সেই জলে ব্যাপক আর্সেনিক থাকায় তা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। এটি পরিবেশের জন্যও সমানভাবে ক্ষতিকর। কারণ ভূগর্ভস্থ জলও এর ফলে আশঙ্কাজনকহারে হ্রাস পাচ্ছে। তাই বাড়িতে বাড়িতে পরিশোধিত পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে পুরসভা। জানা গিয়েছে, এই ওয়ার্ডগুলির সমস্ত বাড়িতে জলে🌊র মিটার বসানোর পরিকল্পনা করা হয়েছে। এর জন্য ওয়ার্ডগ𒐪ুলিতে কতগুলি পরিবার রয়েছে তার তালিকা করার জন্য কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে।
সমস্ত পরিবারকে পরিশোধিত জল সরবরাহের জন্য মূল জলের লাইনের সঙ্গে সংযুক্ত করা হবে। পুরসভার কর্মকর্তারা বলেছেন, কয়েক মাসের মধ্যে রাজারহাট, গোপালপুর এলাকার সমস্ত পরিবারকে জল সরবরাহের জন্য মূল লাইনের সঙ্গে যুক্ত করার জন্য𝔉 টেন্ডার ডাকা হবে। পুরসভার মেয়র পারিষদ (জল সরবরাহ) তুলসী সিনহা রায় জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য হল বিধাননগর পুরসভার প্রতিটি বাড়িতে পরিশোধিত জল সরবরাহ করা।’
উল্লেখ্য, বর্তমানে বিধাননগর পুরসভা প্রতিদিন ১১ মিলিয়ন গ্যালন জল পেয়ে থাকে। যার মধ্যে ৭ মিলিয়ন গ্যালন জল আসে টালা থেকে এবং বাকিটা আসে নিউটাউন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট🅰 থেকে৷ পুরসভার এই উদ্যোগে খুশি স্থানীয়রা। তাদের আশা এর ফলে আর তাদের আর্সেনিক যুক্ত জল খেতে হবে না। তারা এবার পরিশোধিত পানীয় জল পাবেন।
এই খবরটি আপনি পড়তে পা🔯রেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT 🅰App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup