আবার নারী সুরক্ষা প্রশ্নের মুখে। ফের কলকাতায় রাস্তায় তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। অত্য়ন্ত উদ্বেগের ঘটনা। একেবারে ভর সন্ধ্যায় এই ঘটনা। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনা হয়েছে বলে অভিযোগ। তালতলা থানার অন্তর্গত লেনিন সরণীর কাছে একটি স🐼্কুলের কাছে এই ঘটনা।
ওই তরুণী টিউশনি করেন। সেখান থেকে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় এক যুবক তাকে অনুসরণ করছিলেন। এটা নিয়ে তরুণীর সন্দেহ হয়। এরপর তিনি দাঁড়িয়ে প্রশ্ন করেন। আর তখনই ওই যুবক তার উপর চড়াও হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবক ওই তরুণীর শরীর স্পর্শ করে। সেই সঙ্গে তাঁর হাত ধরে ট🤪ানাটানি করে বলে অভিযোগ। তার হাত মুচড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে অভিযুক্ত যুবক টিটাগড়ের বাসিন্দা। স্থানীয়রা ছুটে এসেছিলেন তরুণীর চিৎকার শুনে। যুবক ছুটে পালানোর আগেই তাকে ধরে ফেলে স্থানীয়রা। কেন সেই এই কাণ্ড ঘটনাোর চেষ্টা করছিল তা দেখা হচ্ছে। আপাতত ওই যুবককে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে এই ঘটনা♋য় রাতের কলকাতায় নারী নিরাপত্তা ফের প্রশ্নের মুখে।