তৃণমূল সরকারের নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে প্রায় ২০ হাজার যোগ্য শিক্ষকের। হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন তাঁরা। সেই আন্দোলন নিয়ে শিক্ষকদের পরামর্শ দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এমন কিছু করবেন না যাতে আন্দোলনের এসেন্স চলে যায়।
সোমবার সকালে দিল্লি উড়ে যাওয়ার আগে দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অভিষেক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি কোনও ভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনও হিংসাত্মক হয় না। আমি কাউকে দায়ী করছি না, কিন্তু আমি কিছু ফুটেজ দেখেছি যে জোর জবরদোস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনও উগ্র হয় না। আন্দোলন কখনও হিংস্র হয়না।’
গান্ধীজির অহিংসার বাণী স্মরণ করিয়ে অভিষেক বলেন, ‘গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন। আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু কোনও ভাবে আন্দোলন যে হিংস্র না হয়, বল প্রয়োগ করে সরকারি সম্পত্তি নষ্ট করে আন্দোলন হয় না। এটা হলে আন্দোলনের সারমর্মটা, এসেন্স হারিয়ে যায়। এটা আমার দৃঢ় বিশ্বাস।’
অভিষেকের দাবি, ‘সরকার সরকারের অভিসন্ধি স্পষ্ট করেছে। আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে। বিষয়টা বিচারাধীন। বিচারব্যবস্থার ওপর ভরসা রাখুন।’
গত বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান নিয়ে ধুন্ধুমার বাঁধে। গেট ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। বেশ কিছুক্ষণ আন্দোলনকারীদের বুঝিয়ে বিকাশ ভবন ঘেরাও মুক্ত করার চেষ্টা করে পুলিশ। তাতে সফল না হওয়ায় শিক্ষকদের ওপর বেপরোয়া লাঠি চালায় তারা।