শহরের রাস্তায় বাস দুর্ঘটনা কমাতে সম্প্রতি অ্যাপ আনার কথা ঘোষণা করেছে রাজ্য পরিবহণ দফতর। আর এবার বাস দুর্ঘটনা কমাতে আরও একট𓆉ি পদক্ষেপ করতে করছে লালবাজার। ব্লাইন্ড স্পটের সমস্যা থেকে দুর্ঘটনা এড়াতে বাসে বসানো হচ্ছে বিশেষ ধরনের আয়না, যাকে বলা হচ্ছে ব্লাইন্ড পট ডিটেকশন আয়না। আজ কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই উদ্যোগের সূচনা করেন।
আরও পড়ুন: সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটন𒀰া, একের পর এক বাইক, ভ্যানে ধাক্কা মারল বাস, মৃত ২
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে দুর্ঘটনার ক্ষেত্রে ব্লাইন্ড স্পটের সমস্যা দায়ী। বিশেষ করে বাস থেকে কোনও যাত্রী ওঠা নামার সময় একটি বিশেষ জায়গায় দৃষ্টি যায় না চালকের। তারফলে অনেকগুলি দুর্ঘটনা ঘটেছে। কীভাবে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে সমীক্ষা চালাচ্ছিল লালবাজারের ট্রাফিক বিভাগ। কলকাতা পুলিশ কমিশনার নিজেও বেশ কিছু জায়গায় সমীক্ষায় গিয়েছিল🌳েন বলে জানা গিয়েছে। বাসের আউটসাইড রিয়✨ার ভিউ মিরর বা ওআরভিএমে বসানো হচ্ছে হচ্ছে এই ধরনের বিশেষ আয়না। তাতে বাসচালকরা ব্লাইন্ড স্পটের সমস্যা থেকে মুক্তি পাবেন বলে আধিকারিকরা জানিয়েছেন। সাধারণত বাস চালকের বাঁদিকের সামনের অংশকে ব্লাইন্ড স্পট হিসেবে ধরা হয়। কারণ সেখানে সরাসরি চালকের দৃষ্টি পৌঁছয় না। ফলে কোনও ব্যক্তি বা যাত্রী সেখানে রয়েছে কি না তা দেখা সম্ভব হয় না চালকের পক্ষে। এই সব দুর্ঘটনার ক্ষেত্রে চালকদের খুব বেশি দোষ থাকে না বলেই মানছেন আধিকারিকরা।