সাধারণত ব্যক্তিগত নম্বর প্লেটের রং সাদা হয়ে থাকে এবং বাণিজ্যিক নম্বর প্লেটের ক্ষেত্রে সেই রং বদলে হলুদ হয়ে যায়। নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তিগত বাইককে বাণিজ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত করতে গেলে ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়।
বাইক ট্যাক্সি থাকলেই বাণিজ্যিক নম্বর প্লেট লাগাতে হবে। (ছবিটি প্রতীকী,)
রাজ্য পরিবহণ দফতর নিয়ম করেছে বাইক ট্যাক্সি থাকলেই বাণিজ্যিক নম্বর প্লেট লাগাতে হবে। এই মুহূর্তে রাজ্যে বহু সংখ্যক বাইক বাণিজ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত। কিন্তু অধিকাংশ বাইকের ক্ষেত্রেই বাণিজ্যিক নম্বর প্লেট নেই। ফলে ব্যক্তিগত নম্বর প্লেটেই চলছে এই সমস্ত বাইক। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছএ, অনেক ক্ষেত্রেই বাইক কেনার ঋণ প্রদানকারী সংস্থা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ না দেওয়ায় নম্বর প্লেট বদলাতে গিয়ে সমস্যায় পড়ছেন মালিকরা। সেক্ষেত্রে নম্বর বদলানোর কারণেই এই সমস্যা হচ্ছিল। এই অবস্থায় এই পদ্ধতিকে আর সরল করতে নম্বর একই রেখে শুধুমাত্র প্লেটের রং পরিবর্তন করে হলুদ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর।
সাধারণত ব্যক্তিগত নম্বর প্লেটের রং সাদা হয়ে থাকে এবং বাণিজ্যিক নম্বর প্লেটের ক্ষেত্রে সেই রং বদলে হলুদ হয়ে যায়। নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তিগত বাইককে বাণিজ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত করতে গেলে সেক্ষেত্রে ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে 'নো অবজেকশন সার্টিফিকেট' নিতে হয়।
কিন্তু তাতেই দীর্ঘ সময় লেগে যেত। কোনও বাইককে ব্যক্তিগত থেকে বাণিজ্যিক করতে গেলে রেজিস্ট্রেশন নম্বর বদলে যেত। রেজিস্ট্রেশন নম্বর বদলালে ঋণ প্রদানকারী সংস্থার টাকা পেতে অসুবিধা হতে পারে। সেই কারণে তারা ‘নো অবজেকশন ’সার্টিফিকেট' দিতে গড়িমসি করত। এরপরে একাধিক ঋণ প্রদানকারী সংস্থার সঙ্গে বৈঠক করে রাজ্য পরিবহণ দফতর। তারপরে নম্বর এক রেখে শুধুমাত্র প্লেটের র বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রতি বছর কর দেওয়ার ভয়ে অনেকেই বাইক ট্যাক্সিকে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন।