রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র – রাজ্য সংঘাতের মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে বেরিয়ে শুভেন্দুবাবু সাংবাদিকদের বলেন, ‘অনেক বেআইনি কাজের সঙ্গে আলাপন জড়িয়ে। তাই তাঁকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার।’এদিন শুভেন্দু বলেন, ‘গত বছর করোনা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ ওঠায় আলাপনবাবুর নেতৃত্বে মুখ্যমন্ত্রী ১ সদস্যের তদন্ত কমিশন গড়েছিলেন। বিরোধী দলনেতা হিসাবে সেই তদন্তকমিটির রিপোর্ট প্রকাশ্যে আনার অনুরোধ করছি।’সঙ্গে তিনি বলেন, ‘অনেক বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন আলাপনবাবু। শাসকদলের সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় সম্পৃক্ত হয়ে গিয়েছেন। তাঁর সঙ্গে শাসকদলের বক্তব্য মিলে যাচ্ছে। তাই তাঁকে আড়াল করার মরিয়া চেষ্টা করছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রীকে অপমান করে চলেছেন তিনি। সেজন্য সংবিধানের বাইরে যেতেও বাধছে না তাঁদের।’বলে রাখি, প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিতি বিতর্কে প্রথমে শুভেন্দুর প্রধান নিশানা ছিলেন মুখ্যমন্ত্রী। আলাপনকে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে যেতে বাধ্য করেছেন বলে প্রথমে মন্তব্য করেছিলেন তিনি। মঙ্গলবার অবশ্য পরিস্থিতি আমূল বদলে যায়। কেন্দ্রের শো কজের পর বিরোধী দলনেতা আলাপনের কড়া শাস্তি দাবি করেন। বুধবার রীতিমতো দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে।