করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবার বাড়ি থেকে কাজের সুবিধা চালু করল কেন্দ্র। কর্মীবর্গ, জন-অভিযোগ এবং পেনশন মন্ত্রকের তরফে একটি নির্দেশি⛦কায় জানানো হয়েছে, কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও কেন্দ্র পরিচালিত ফার𒉰্মের ৫০ শতাংশ গ্রুপ 'বি' ও 'সি' কর্মীদের প্রত্যেকদিন অফিসে আসতে হবে। বাকি ৫০ শতাংশ কর্মী আগামী ৪ এপ্রিল পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে পারবেন।
প্রতিটি দফতরের প্রধানদের গ্রুপ 'বি' ও 'সি' কর্মীদের জন্য সাপ্তাহিক রোস্টার তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের বিকল্প সপ্তাহে অফিসে আসতে হবে। যে কর্মীরা অফিসের কাছাকাছি থাকেন বা অফিসে আসার জন্য ব্যক্তিগত গাড♉়ি ব্যবহার করেন, তাঁদের প্রথম সপ্তাহের রোস্টারে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি, যে কর্মীদের অফিসে যেতে হবে তাঁদের জন্য বিভিন্ন শিফট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কখন থেকে শিফট শুরু হবে, তা নিয়েও পরামর্শ দেওয়া হয়েছে। প্রথম শি🔜ফট সকাল ন'টা থেকে শুরু হবে। পরের দুটি শিফট ৩০ মিনিটের ব্যবধানে শুরু হবে। অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় শিফট শুরু হবে যথাক্রমে সাড় ন'টা ও ১০ টা থেকে।
আরও পড়ুন : Covid-19 এর প্রকোপে বাতিল ১৬৮ ট্রেন, ꦫফেরত টিকিটের দাম
তবে যে কর্꧅মীরা বাড়ি থেকে কাজ করবেন, তাঁদের যেন যে কোনও সময় ফোন বা অন্য কোনও মাধ্যমে যোগাযোগ করা যায়, সে বিষয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে। কাজের প্রয়োজনে তাঁদের অফিসেও ডাকাꦿ হতে পারে।
আরও পড়ুন : Coronav💃irus latest update in 🐭India: এসব ভুল ধারণা এড়িয়ে চলুন, মোকাবিলা করুন করোনার
যে কর্মীরা জরুরি পরিষেবা ও যাঁরা করোনা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত আছেন, তাঁরা অবশ্য বা𒉰ড়ি থেকে কাজের সুযཧোগ পাবেন না।