শিল্পীরা প্রতিদিন লড়াই করেন। শুধুই বিনোদন নয়, জীবনে⛦র সুর জুড়ে দেয় একজন শিল্পী। তাই যে কোনও আন্দোলনের তাঁরা ধরেন ‘বিদ্রোহের গান’। অন্যায়ের বিরুদ্ধে সরব হন। সম্প্রতি পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃসংশ ঘটনার প্রতিবাদ এবার সরব হলেন একদল শিল্পী। সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়ে গান বাঁধলেন ইমন, অভিজিৎ, সানাই! সঙ্গে থাকলেন পটা, জোজো ও অনন্যা।
অভিজিত⛄ের কলমে আবার প্রতিবাদের ঝড়। অসম্ভব শারীরিক অসুস্থতার মধ্যেও কাশ্মীরের ঘটনা ঘুম কেড়েছিল তাঁর। তাই অভিজিৎ লিখলেন প্রতিবাদের গান। আসছে তাঁদের নতুন গান ‘জয় হে’। গানের কথা লিখেছেন অভিজিৎ। গানের মূল সুরকার ইমন সেন। এডিশিনাল সুর ও অ্যারেঞ্জমেন্ট করেছে সপ্তক সানাই।
অভিজিৎ বলেন, ‘মৃত্যু মিছিল কারওর কাছেই কাম্য নয়। শিল্পীরাও প্রতিদিন লড়াই করে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে। আবার প্রতিবাদও করেন তাঁরা নিজেদের জায়গা থেকে৷ তা সে গান হোক বা কবিতা বা নাটক। আমর🌳া একদল শিল্পমনস্ক মানুষ গানের মাধ্যমে কাশ্মীরে জঙ্গীহানার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। এই গান রাজিনীতির ঊর্দ্ধে উঠে।’
বিশ্বজিৎ দত্তর স্টুডিও 'ইন্টারলুড'- এ রেকর্ড হয়ে গেল অভিজিৎ 🦩এর 'জয় হে'-র। ইমনের কথায়, ‘অভিজিৎ আ📖জকের মহিনের ঘোড়া গুলোর মণি। ও বলে, তুমি সুর নিয়ে এসো আমি শব্দ নিয়ে আসছি।’ নচিকেতার আদর্শে পথ চলা অভিজিৎ বলেন, 'নচি দা শিখিয়েছেন all for one /one for all.. আমার কাছে এই জুড়ে থাকাই 'জয় হে'।'