পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে আবারও হ্যাটা করে দিল ভারত তথা ভারতের কেন্দ্রীয় সরকারের শাসক দল ভারতীয় জনতা পার্টি। অপারেশন সিঁদুরের পর থেকেই মোটামুটি দেশের অনের রাজনৈতিক দলই তাঁদের ফায়দা তোলার জন্য মাঠে নেমে পড়েছে। কেউ প্রশ্ন তুলেছে, এই অপারেশন সিঁদুরে আদৌ পাকিস্তানের সত্যিই ক্ষতি হয়েছে কিনা সেই নিয়ে। আবার কিছু পার্টির সদস্যদের মন কেঁদেছে পাকিস্তানের সাধারণ মানুষদের অসুবিধার কথা ভেবে। ভারতীয় জনতা পার্টি অবশ্য পুরো টি২০ স্টাইলেই পাকিস্তানকে পিটিয়ে যাচ্ছে সোশাল মিডিয়ায়। প্রসঙ্গত পহেলগাঁওতে নৃশংসভাবে হিন্দুদের খুন করেছিল সন্ত্রাসবাদীরা, এরই পাল্টা হিসেবে ১৫দিন পর ভারতের তরফেও অপারেশন সিঁদুর করা হয়🍌। প্রায় ৪ দিন ধরে জবাব, পাল্টা জবাবের পর অ⛦বশেষে পাকিস্তান বিপাকে পড়ে সংঘর্ষবিরতির আবেদন জানায়।
ভারতীয় জনতা পার্টি একহাত নিল পাকিস্তানকে
এবার ভারতীয় জনতা পার্টি অপারেশন সিঁদুরের সঙ্গে ২০০৭ টি২০ বিশ্বকাপের তুলনা টেনে এক মজার পোস্ট করলেন, যেখানে কেন্দ্রের শাসক দল বুঝিয়ে দিল, পাকিস্তান এখনও আগের মতোই অদক্ষ এবং অক্ষম রয়েছে টার্গেটে হিট করার ব্যাপারে। শেষ কয়েকদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে সেনাকর্তারা দাবি করেছে, ভারতের বিরুদ্ধে নাকি জয় হয়েছে তাঁদেরই। তাঁরা নাকি ভারতের অনেক ড্রোন, জেট প্লেন, সব ক্ষতিগ্রস্ত কর🅠েছেন, কিন্তু আসল কথা হল, সবই তাঁরা দাবি করেছেন প্রমা🌌ণ ছাড়া?
টি২০ বিশ্বকাপের স্মৃতি উস্কে খোঁচা ভারতের
এই আবহেই এবার ভারত বনাম পাকিস্তানের ২০০৭ টি২০ বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচের কথা মনে করিয়েই সন্ত্রাসবাদীদের ডেরার দেশ অর্থাৎ শাহবাজ শরিফের দেশকে একহাত নিল বিজেপি। ২০০৭ সালে ১৪ সেপ্টেম্বরে গ্রুপ ডির ম্যাচে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে শেষ বলে মিসবাহ উল হক রান আউট হয়ে যাওয়ায় খেলা টাই হয়ে গেছিল। এরপর ম্যাচের নিষ্পত্তি করতে 🌳বোল আউট করা হয়েছিল।
বোল আউটে ৩-০ জেতে ভারতীয় দল
বোল আউট কথার অর্থ, তখন সুপার ওভার ছিল না। প্রত্যেক দলেরই তিনজন বোলারকে বোলিং করতে হত এবং স্টাম্পে হিট করতে হত। ব্যাটাররা থাকতেন না। কিন্তু ভারত সেখানেও পাকিস্তানকে হারিয়েছিল, টার্গেটে হিট করে। আর পাকিস্তানেরꦆ বোলাররা টি২০ ব𒅌িশ্বকাপের সেই ম্যাচেও উইকেটে অর্থাৎ টার্গেটে হিট করতে না পেরে ম্যাচ হেরে গেছিল। ভারতের হয়ে বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং এবং রবিন উথাপ্পা, তিনজনেই উইকেটে হিট করেন। পাকিস্তানের ইয়াসির আরাফাত, উমর গুল এবং শাহিদ আফ্রিদি একটিও স্টাম্পে হিট করতে না পারায়, মহেন্দ্র সিং ধোনির ভারত ৩-০ ফলে বোল আউটে ম্যাচ জিতে নেয়।
ভাইরাল হল বিজেপির ভিডিয়ো
চাপের সেই ম্যাচের ভিডিয়ো আপলোড করেই ভারত🧔ীয় জনতা পার্টি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন. ‘কুছ, আ্যায়সা হি থাক, Operation Sindoor ’ অর্থাৎ পাকিস্তান যে ট্যাকটিক্সের দিক থেকে ভারতের থেকে অনেক পিছিয়ে সেটাই আরও একবার বুঝিয়ে দিল কেন্দ্রের শাসক দল বিজেপি।