একমাত্র ভারতে🌌র জন্যই এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। অর্থাৎ, ২টি দেশে খেলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি। নাহলে গোটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। রাজনৈতিক কারণেই বিসিসিআই পাকিস্তান♊ে দল পাঠাতে রাজি হয়নি। তাই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলি খেলা হয় দুবাইয়ে।
রবিবার দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে জাদেজার উপলব্ধি, লাহোরে যদি খেতাব জিতত ভারতীয় দল, তাহল♌ে তার থেকে ভালো আর কিছুই হতে পারত না। অবশ্য ইনি রবীন্দ্র জাদেজা নন, টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা অজয় জাদেজা এমনই মন্তব্য করেন স্পোর্টস সেন্ট্রালের দ্য ড্রেসিংরুম শোয়ে।
ফাইনালের পরে পোস্ট ম্যাচ শোয়ে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসদের সঙ্গে হাজির ছিলেন অজয় জাদেজা। পাকিস্তানের দর্শকদের নিয়ে প্রশংসা শোনা যায় জাদেজার গলায়। তিন🃏ি স্পষ্ট জানান যে, পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও দর্শকরা মাঠে এসে উদ্দীপ্ত করেন ক্রিকেটারদের। তাই ভারত যদি লাহোরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হতো, তাহলে বৃহত্তর আঙ্গিকে সেটাই হতো ক্রিকেটের জয়।
আরও পড়ুন:- Rohit Hails🎶 Shreyas Iyer: ‘ওই আমাদের সাইলেন্ট হিরো’, কোহলি নয়, রোহিত শর্মা বিরাট কৃতিত্ব൩ দিলেন ভারতের ODI স্পেশালিস্টকে
অজয় বলেন, ‘শুধু আতিথেয়তাই নয়, বরং পাকিস্তানের দর্শদের নিয়েও ক্রিকেটাররা (যাঁরা পাকিস্তানে খেলতে গিয়েছেন) অপ্লুত। আয়োজকদের বিষয়꧑টা তো আলাদা রয়েছেই। পাকিস্তানের মানুষ প্রচুর সংখ্যায় স্টেডিয়ামে আসে। হতে পারে ওদের নিজেদের দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তার পর𓂃েও ওরা স্টেডিয়ামে ভিড় জমায়। এটা দারুণ বিষয়।’
আরও পড়ুন:- Most Wicket♈s In CT 2025: মোটে ৩ ম্য়াচ খেলেই ২ নম্বরে, সব ম্যাচ খেললে গোল্ডেন বল জিততেন বরুণই! সব থেকে বেশি উইকেট কাদের?
পরক্ষণেই জাদেজা বলেন, ‘আমি মনে করি যে, ভারতীয় দল যদি লাহোরে চ্যাম্পিয়ন হতো,ℱ তাহলে 🧸আরও ভালো হতো। সেটা সবার জন্যই ভালো হতো। ভারতীয় বলেই আমি চাই ভারত চ্যাম্পিয়ন হোক। তবে লাহোরে সেটা হলে খেলার বাইরেও সেটা সবার জয় হতো।’
আরও পড়ুন:- Kuldeep On Rohit's Captaincy: ‘কাজটা মোটেও সহজ ছিল না’, ক্যাপ্টেꦛন রোহিতের সব থেকেꦐ বড় কৃতিত্ব সামনে আনলেন কুলদীপ