বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG, 1st Test: জাদেজা কি আদৌ আউট ছিলেন? ডিআরএস সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন, ক্ষোভ উগরাল নেটপাড়া
পরবর্তী খবর
IND vs ENG, 1st Test: জাদেজা কি আদৌ আউট ছিলেন? ডিআরএস সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন, ক্ষোভ উগরাল নেটপাড়া
2 মিনিটে পড়ুন Updated: 27 Jan 2024, 10:01 PM ISTTania Roy
১৩ রানের জন্য সেঞ্চুরি মাঠে ফেলে রেখে, সাজঘরে ফিরতে হয় রবীন্দ্র জাদেজাকে। তবে তাঁর এলবিডব্লিউ আউট নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আদৌ কি তিনি আউট ছিলেন? ভারতের ক্রিকেট ভক্তদের দাবি, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে জাড্ডুকে।
রবীন্দ্র জাদেজা কি সত্যিই আউট ছিলেন?
রবীন্দ্র জাদেজা কি আউট ছিলেন? হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাদেজার সামনে তাঁর টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি করার সুযোগ এসেছিল। কিন্তু মাত্র ১৩ রানের জন্য সেই সুযোগ মিস করেন জাড্ডু। ম্যাচের দ্বিতীয় দিনে স্টাম্পের সময় জাদেজা ৮১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের প্রথম সেশনেও তিনি বুদ্ধি করে খেলছিলেন। কিন্তু এর পর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।
শনিবার ম্যাচের তৃতীয় দিনের শুরুতেই জাদেজা ৮৭ করে আউট হয়ে সাজঘরে ফিরে যান। জো রুটের বলে তাঁকে এলবিডব্লিউ দেওয়া হয়। তবে এই আউট নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। রুটের ডেলিভারি ডিফেন্ড করতে জাদেজা পা বের করে এগিয়ে এলে, বলটি তাঁর প্যাডে আঘাত করে এবং মাঠের আম্পায়ার তাঁকে আউট দিয়ে দেন। জাদেজা সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। এদিকে ব্যাট এবং প্যাডের মধ্যে বল থাকার সময়ে আল্ট্রাএজে একটি স্পাইক দেখা যায়। এতে স্টেডিয়াম উপস্থিত ভারতীয় সমর্থকেরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। তবে বলটি প্রথমে তাঁর ব্যাটে লেগেছে কিনা, তা নিশ্চিত ভাবে নির্ধারণ করতে পারেননি টিভি আম্পায়ারও।
টিভি আম্পায়ার বেশ কয়েক বার রিপ্লে দেখেও, বল প্রথমে ব্যাটে না প্যাডে লেগেছিল তা বুঝতে পারেননি। মাঠের আম্পায়ার এটিকে প্যাড হিসেবে বিবেচনা করায়, টিভি আম্পায়ারও এটিকে প্যাড হিসেবে বিবেচনা করেন এবং তিনি ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বজায় রাখেন। স্বাভাবিক ভাবেই ১৩ রানের জন্য সেঞ্চুরি মাঠে ফেলে রেখে, সাজঘরে ফিরতে হয় রবীন্দ্র জাদেজাকে।
জাদেজা সিদ্ধান্তে মাথা নাড়লেও প্রতিবাদ না করে মাঠের বাইরে চলে যান। ভক্তরা অবশ্য এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি। এবং তাঁরা ক্ষোভ উগরে দেন নেটপাড়ায়। জাদেজার আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে প্রতিবাদ। নেটিজেনদের বক্তব্য, বলটা যেহেতু প্যাড এবং ব্যাট দু'টিতে একসঙ্গে লেগেছে, তাই এটা আউট হতে পারে না।