ব্যাট হাতে সেভাবে সফল হতে পারছেন না রোহিত শর্মা। ভারত অধিনায়কের নেতৃত্ব ও পারফরমেন্স নিয়ে উঠছে প্রশ্ন। এর মাঝেই অশ্বিন অবস൩র নিয়েছেন, সকলেই বলছেন এবার কি তবে রোহিত শর্মার পালা। আসলে গাব্বা টেস্টের প্রথম ইনিংসে যখন হিটম্যান আউট হয়ে মাঠের বাইরে চলে আসছিলেন তখন তিনি নিজের গ্লাভস জোড়াকে ডাগআউটে রেখেছিলেন। এরপরেই প্রশ্ন উঠেছিল তাহলে কি এবার অবসর নি𒅌তে চলেছেন রোহিত শর্মা? ব্রিসবেন টেস্টের পরেই সেই প্রশ্নের জবাব দিলেন ভারত অধিনায়ক।
অবসর নিয়ে রোহিত শর্মা কী ইঙ্গিত দিলেন-
রোহিত শর্মা পরিষ্কার করে জানিয়ে দিলেন টেস্টে এ♏খনই নিজের অবসর নিয়ে কিছু ভাবছেন🌞 না তিনি। রোহিত শর্মা এও জানিয়েছেন যে, তিনি বুঝতে পারছেন তাঁর ব্যাট থেকে রান আসছে না, তবে কীভাবে এই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসা যায় সেটা তিনি ভালো করেই জানেন।
আরও পড়ুন… ১১ নম্বরে নেমে ৩১ বলে অপরাজিত ২৭ রান! কার ব🎶্যাট দিয়ে টিম ইন্ডিয়াকে রক্ষা করলেন আক⛄াশদীপ?
নিজেকে নিয়ে কাজ করছেন রোহিত শর্মা-
গাব্বা টেস্টের পরে রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে এসে বলেন, ‘আমি ভালো ব্যাট করতে পারছি না, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি জানি আমার মাথায় কী 🎐চলছে, আমি নিজেকে কীভাবে প্রস্তুত করব। প্রয়োজনীয় সবকটা বক্সে টিক দিচ্ছি। আমি শুধু নিজেকে বেশি করে যতটা সম্ভব সময় দিচ্ছি। যতটা সম্ভব কাজ করার চেষ্টা করছি।’
দেখুন রোহিত শর্মার অবসর নিয়ে কী বললেন?
এখনও অবসর নিয়ে কিছুই ভাবেননি রোহিত শর্মা-
রোহিত শর্মা এও জানান যে তিনি এখনও নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন। প্রস্তুতিতে কোন খামতি রাখছেন না। শীঘ্রই যে তিনি রানে ফিরবে🐠ন তারঁ ইঙ্গিত দিয়েছেন রোহিত শর্মা। হিটম্যান সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমার মাথা, আমার শরীর এখন দারুণ কাজ করছে, যেটা নিয়ে আমি খুবই খুশি। নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছি, সেটা নিয়ে আমি খুব খুশি। অনেক সময় বড় রান করার চাপ থাকে, কিন্তু কখনও সেভাবে সেটা করা যায় না। তবে আমি জানি সেটার জন্য আমি কতটা প্রস্তুতি নিয়েছি। এই সব গুলো আপনার মাসিকতার উপর নির্ভর করে। আমি নিজের মানসিকতা ও নিজের প্রস্তুতি নিয়ে বেশ ভালো অনুভব করছি।’
অন্তরাত্মার কথা শুনছেন রোহিত শর্মা
নিজের অন্তরাত্মার কথাই শুনছেন রোহিত শর্মা। অবসর নিয়ে রোহিত শর্মা ♏আরও বলেন, ‘প্রত্যেক খেলার আগে আমি কেমন ভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমি নিজেকে নিয়ে কী ভাবছি, সেটার উপর সবটা নির্ভর করে। আর আমি জানি এই বিষয়টা নিয়ে আমি কী ভাবছি। সত্যি কথা বলতে আমি এখনও ভালোই অনুভব 🍸করছি। হ্যা এটা ঠিক যে রান হচ্ছে না, তবে আমি জানি আমার অন্তরাত্মা কী বলছে।’