নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের জন্য কাজটি কঠিন হতে পারত, কারণ পিচে স্পিনারদের আধিপত্য ছিল। তবে ৩৭ বছর বয়সি রোহিত, যিনি তার সাম্প্রতিক ফর্মের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন, ফাইনালে দারুণ ব্যাটিং করে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন।
তবে রোহিত শর্মার এ দিনের ৭৬ রানের ইনিংস ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করিয়ে দেন। ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেই ইনিংসে কোহলি ৬টি চার ও ২টি ছক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র ফাইনালে রোহিত শর্মা তাঁর ৭৬ রানের ইনিংসে সাতটি চার ও তিনটি ছক্কা হাঁকালেন। এই টুর্নামেন্ট চলাকালীন রোহিতের শরীর নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। আজকের রোহিতের প্রত্যেকটা রান যেন সেই জমালোচনার জবাব দিচ্ছিল।
আরও পড়ুন … ৯ ওভারে ৭৪/১ রান! চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে লজ্জার নজির গড়লেন মহম্মদ শামি
এ দিনের ইনিংসের মাধ্যমে রোহিত ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের তালিকায় জায়গা করলেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে টপকে গিয়েছিলেন হিটম্যান। এই তালিকায় ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শীর্ষে রয়েছেন, দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি। এরপর যথাক্রমে মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড় রয়েছেন।
ভারতের হয়ে ওডিআই অধিনায়ক হিসেবে সর্বাধিক রান
এমএস ধোনি ৬৬৪১ রান
বিরাট কোহলি ৫৪৪৯ রান
মহম্মদ আজহারউদ্দিন ৫২৩৯ রান
সৌরভ গঙ্গোপাধ্যায় ৫১০৪ রান
রাহুল দ্রাবিড় ২৬৫৮ রান
রোহিত শর্মা ২৫০৩ রান
সচিন তেন্ডুলকর ২৪৫৪ রান
রোহিত তার দুর্দান্ত ইনিংসের মাধ্যমে তালিকার ছয় নম্বরে উঠে এলেন। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে দারুণ শুরু এনে দেন, বিশেষ করে যখন শুভমন গিল ও বিরাট কোহলি দ্রুত আউট হয়ে যান তখন দারুণ ব্যাটিং করেন।
আরও পড়ুন … Champions Trophy 2025: ফাইনালে চারটি ক্যাচ ফেললেন শামি-রোহিতরা, লজ্জার রেকর্ড গড়ল ভারত
তার আউট হওয়ার পর শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল জুটি গড়ে চাপ সামাল দেন এবং ৬১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। আইয়ার মাঝে মাঝে বাউন্ডারি মেরে রান তোলার গতি ধরে রাখেন, অন্যদিকে অক্ষর বেশি মনোযোগ দেন সিঙ্গেল ও ডাবলসের দিকে। তবে আইয়ার দারুণ ফর্মে থাকা সত্ত্বেও মাত্র ৪৮ রান করে মিচেল স্যান্টনারের বলে আউট হয়ে যান।
আরও পড়ুন … ভিডিয়ো: গিলের উপর রেগে গেলেন রোহিত! মাঠের মধ্যেই নিজের ডেপুটিকে ধমক দিলেন দলের ক্যাপ্টেন
এরপর বেশি সময় টিকতে পারেননি অক্ষর প্যাটেল। তিনি ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরত যান, যা ভারতের জন্য চাপ তৈরি করে। ভারত তখন ২০৩/৫ স্কোরে নেমে আসে। প্রথম ইনিংসে কিউই ব্যাটাররা মিডল-অর্ডারে স্ট্রাইক রোটেট করতে সমস্যায় পড়েন, যা তাদের জন্য চাপ তৈরি করে। নিউজিল্যান্ড ব্যাট হাতে ১৫-২০ রান বেশি তুলতে পারলে ভারতের জন্য কাজটা আরও কঠিন হয়ে যেত। এখন ভারতের জয়ের জন্য অনেকটাই নির্ভর করছে কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়ার ওপর, যারা শেষ দিকে ম্যাচ বের করে আনার দায়িত্বে আছেন।