নবপ্রজন্মের সকল অভিনেতাদের মধ্যে একজন হলেন বরুণ ধাওয়ান। কখনও কমেডির চরিত্রে কখনও আবার অ্যাকশান সিনে🤡মায় অভিনয় করতে দেখা যায় বরুণকে। ‘বদলাপুর’ সিনেমায় রঘু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। এবার প্রকাশ্যে এল ‘বেবি জন’ সিনেমার টি🍷জার।
অ্যাটলি পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি, কীর্তি সুরেশ। সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভাইজান অর্থাৎ সলমন খানকে। চলতি বছরের ২৫ ডিসেম্বর অর্থ🍷াৎ বড়দিন উপলক্ষে এই সিনেমাট𒐪ি মুক্তি পাবে বড় পর্দায়।
(আরও পড়ুন: অজ্ঞাত পরিচয় মহিলার সঙ্গে বিমানবন্দরে শিখর ধাওয়ান!আয়েশার🅰 সঙ্গে বিচ্ছেদের পর ফের নতুন সম্পর্কে জড়ালেন?)
অ্যাকশন প্যাকড এই সিনেমায় যেটি সবথেকে বেশি দর্শকদের নজ🐼র কেড়েছে সেটি হল বরুণের নতুন লুক। এতদিন যে অভিনেতাকে চকলেট বয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এবার একেবারে অন্য অবতারে দেখা যাবে তাঁকে। বরুণের লুক দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন দর্শকরা, কারণ এর আগে অভিনেতাকে এইরকম লুকে কোনও সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি।
বরুণের প্রশংসায় পঞ্চমুখ হলেন বলি স্টাররা
‘বেবি জন’ সিনেমার টিজার দেখে মন্তব্য করেছেন একাধিক তারকা। ম্রুনাল ঠাকুর লিখেছেন, ‘কী কী কী!’ অভিনেতা ফারদিন খান লিখেছেন, 'দুর্দা🅺ন্ত'। ইমতিয়াজ খান লিখেছেন, ‘এক নাম্বার মেরি জান।’ পরিচালক করন জোহর লিখেꦦছেন, ‘ধামাল’। মন্তব্য করেছেন আলিয়া ভাটও
‘বেবি জন’ সিনেমাটির প্রথম ঝলক🌊 প্রকাশ্যে আসার পর অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারন দর্শকꦬরাও। একজন লিখেছেন, ‘দুর্দান্ত লাগছে অভিনেতাকে।’ অন্য একজন লিখেছেন, ‘শুধু বরুণ নয়, সলমনকেও এই সিনেমায় অসাধারণ দেখতে লাগছে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘আবার একটি দুর্দান্ত সিনেমা আসতে চলেছে।’
(আরও পড়ুন: ৯৫ দিনে অপেক্ষা সা🐼র্থক! মন্নতের বাইরে দাঁড়ানো ভক্তর সঙ্গে দেখা করলেন শাহꦑরুখ)
বরুণের লুক নিয়ে প্রশংসা করে এক অনুরাগ লিখেছেন, ‘এই সিনেমায় বরুণের অভিনেতা নিঃসন্দেহে একটি বেঞ্চমার্ক তৈরি করতে চলেছে।’ আবার একজন লিখেছেন, ‘এটিಌ ভালো চিত্রনাট্য একজন অভিনেতার অভিনয়কে আরও বেশি প্রকাশ করতে সাহায্য করে।’ সব মিলিয়ে বরুণের এই নতুন লুক দেখে যে ভীষণ উত্তেজিত দর্শকরা, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।