পূর্বাচলের জমি চাই। তার জন্য যা খুশি করতে বা বলতে রাজি বাংলাদেশি অভিনেতা জয়। একটা সময় সেখানে যোনি পাওয়ার জন্য তিনি শেখ হাসিনা, তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মা ডেকেছিলেন। জানালেন তাঁর সেই কাজের জন্য কোনও আফসোস নেই। বরং তিনি আগামীতে জমি🍌 পাওয়ার জন্য ইউনুসকেও বাবা ꦑডাকতে পারেন।
কী বলেছেন জয়?
২০১৪ সালে পূর্বাচলের জমি পেতে শেখ হাসিনাকে মা বলে ডেকেছিলেন বাংলাদেশের অভিনেতা জয়। সেই চিঠিতে তিনি ওপার বাংলার তৎকালীন প্রধানমন্ত্রীকে মা বলে ডেকেছিলেন শাহরিয়ার নাজিম জয়। চলতি বছরের ৫ অ꧟গস্ট যখন আওয়ামী লীগ তথা হাসিনার সরকারের পতন হয় তখন সেই চিঠি প্রকাশ্যে আসে। এরপরই বিতর্কের মুখে পড়েন জয়। আর সেই বিতর্কের জবাবে সম্প্রতি তিনি জানিয়েছেন আবার জমি পাওয়ার জন্য তিনি মহম্মদ ইউনুসকেও বাবা বলে ডাকতে রাজি আছেন।
কালের কণ্ঠকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'মহম্মদ ইউনুস স্য⛎ারকে আরেকটা জমি পাওয়ার জন্য আমি বাবা ডাকতে হলেও ডাকব। জমি পাওয়ার জন্য বাবা, দাদা, মা, ইত্যাদি সব কিছু ডাকা যায়। আমি আগামীতেও ডাকব। এটা নিয়ে আমার কোনও আফসোস নেই।'
তবে জমি পাওয়ার আশায় মা ডাকায় আফসোস না থাকলেও হাসিনার সরকারের কাজকর্ম দেখে, তাঁকে মা ডাকার জন্য অবশ্যই অনুতপ্ত জয়। তাঁর মতে শেখ হাসিনার জন্য এত মানুষের প্রাণ ✤ঝরেছে। এত মানুষ মারা গিয়েছেন। আর যাঁর জন্য এত মানুষ মানুষ মারা গিয়েছেন তাঁর জন্য তাঁর কোনও মায়া মমতা নেই।