রাজনীতি থেকে এবার অবসর নিতে চাইছেন বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী? রবিবার এক কর্মসূচিতে গিয়ে এমনই ইঙ্গিত দিলেন বারাসতের বিধায়ক। চিরঞ্জিৎ বলেন, ‘আমার বয়স হয়েছে, তাই মনে হয় সময় হয়েছে হস্তান্তরের। এখন আমি নিজের মতো করে বাঁচতে চাই।’ আর বিধায়ক-অভিনেতার এমন মন্তব্যের পরই জল্পনা তৈরি হয়েছে তিনি হয়ত এবার রাজনীতি থেকে অবসর নিচ্ছেন।
১৮মে, রবিবার বিকেলে বারাসত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে কাউন্সিলরের সঙ্গে সরাসরি যোগাযোগ-সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে ‘হ্যালো কাউন্সিলর’ অ্যাপ-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন স্থানীয় বিধায়ক, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। সেখানেই এই মন্তব্য করেন তিনি।
ঠিক কী বলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী?
'এখানে (বারাসতে) ১৫ বছর আছি। মানুষের সঙ্গে মিশলাম, ভালো-মন্দে রইলাম। প্রথমবার সুপারস্টার চিরঞ্জিৎ জিতেছিল। কিন্তু ২য়, ৩য়বার তো সেটা হয় নি। মানুষ আমাকে যাচাই করেছে। বুঝেছি বারাসতের মানুষ আমাকে পছন্দ করে ও সম্মান করে। সে কারণেই আমাকে রাখা হয়েছে। কিন্তু আমার অনেক বয়স হয়েছে। তাই এখন আমি নিজের মতো বাঁচতে চাই। আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরের।' বিষয়টি তিনি ইতিমধ্যে দলনেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলেও বলেন চিরঞ্জিৎ।
আরও পড়ুন-'পরিচালক এলেই বলেন শুয়ে পড়ুন…' বলিউডে কাস্টিং কাউচ নিয়ে ঠিক কী বললেন অনু আগরওয়াল
আরও পড়ুন-অল্প বয়সে পান জাতীয় পুরস্কার, কোন স্কুলে পড়তেন? পড়াশোনা কতদূর ঋদ্ধি সেনের?
তাঁর কথায়, তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানালে মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁকে বলেন, এখনও ১ বছর বাকি আছে। অভিনেতার বলেন, উনি কী সিদ্ধান্ত নেবেন তা উনিই জানেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে ছাড়তে না চান, উনি যদি ভাবেন, আমার প্রয়োজন আছে, তাহলে তিনি বিষয়টি ভেবে দেখবেন বলেও জানান চিরঞ্জিৎ চক্রবর্তী। তবে সাফ জানান, তিনি রাজনীতিতে আগ্রহী নন, অভিনয়ে আগ্রহী। যাঁদের রাজনীতিতে আগ্রহ আছে, তাঁদেরই এখানে থাকা উচিত বলে মন্তব্য করেন বারাসতের ৩ বারের বিধায়ক।
প্রসঙ্গত, বারাসত বিধানসভা কেন্দ্র থেকে ৩ বার ভোটে জিতে বিধায়ক হয়েছেন চিরঞ্জিৎ। আগামী বছর, অর্থাৎ ২০২৬-এ ফের হতে চলেছে বিধানসভা নির্বাচন। তবে বিধায়ক-অভিনেতার এমন মন্তব্যের পর এখন প্রশ্ন, এবার কি তবে ভোটে লড়বেন না চিরঞ্জিৎ?