ত ১৫ মে আরও একবার বড়পর্দায় ফিরেছেন একেনবাবু। রাজস্থান আর পুরীর পর এবার একেনবাবুর গন্তব্য বেনারস। আর এই একেনবাবু ছবির জন্। টাইটেল ট্র্যাক গেয়েছিলেন ক্যাকটাস ব্যান্ডের সিধু ওরফে গায়ক সিদ্ধার্থ শঙ্কর রায়। তবে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ মুক্তির পরই প্রযোজনা সংস্থা ও পরিচালকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন গায়ক।
কী অভিযোগ সিধুর?
এবিষয়ে বিশদ জানতে Hindustan Times Bangla-র তরফে যোগাযোগ করা হয় গায়ক সিধুর সঙ্গে। তিনি আমাদের বলেন, ‘ ২০২২-এ যখন দ্য একেন ছবিটি বড়পর্দায় আসে, তখন আমি সেই ছবির জন্য টাইটেল ট্র্যাকটি গেয়েছিলাম। তারপর ২০২৩-এ মুক্তি পায় দ্য একেন: রুদ্ধস্বাস রাজস্থান। সেই ছবিতেও আমার গাওয়া টাইটেল ট্র্যাকটি ব্যবহার করা হয়েছিল।আর এবারও ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-তেও আমার গাওয়া গানটিই ব্যবহার করা হয়েছে। তবে এবার শুনলাম মিউজিক অ্যারেঞ্জমেন্ট কিছুটা বদল করা হয়েছে। তবে মূল গানটি আমারই গাওয়া। এই যে তিনবার আমার গান ব্যবহার করা হল, তার জন্য মিনিমাম নো অবজেকশন চাওয়া হয়নি। ওটা SVF-র সম্পত্তি, তবে এটা তো একটা ভদ্রতা। এমনকি এবার ছবির প্রিমিয়ারেও আমায় আমন্ত্রণ জানোন হয়নি। গতবারেও ডাকা হয়নি। শিল্পী হিসাবে এতটুকু সম্মান কি আমার প্রাপ্য নয়?’
প্রসঙ্গত, গোধূলি শর্মা লেখা কথায়, ও অম্লান চক্রবর্তীর সুরে 'দ্য একেন'-এর জন্য টাইটেল ট্র্য়াক গেয়েছিলেন সিধু। আর এই ছবিটির পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, ফেসবুকের পাতায় কোনও ছবির প্রিমিয়ারে না যাওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে তিনি কারণ হিসাবে তুলে ধরেছিলেন একাধিক বিষয়। যার মধ্যে অন্যতম কারণ হিসাবে স্বস্তিকা লিখেছিলেন, ‘অর্ধেক সময়েই ক্রিউ মেম্বারদের ডাকা হয়না। হয়তো HOD দের সেই সম্মান প্রাপ্তি হয়, তাই বলে সব ডিপার্টমেন্টের এর HODদের যে ডাকা হয় তাও নয়।’
ক্ষুব্ধ স্বস্তিকা আরও লিখেছিলেনন, 'যে প্রোডাকশন দাদারা গোটা সিডিউল এ মুখের কাছে জল, চা, খাবার ধরল, গরমের দিনে গ্লুকোজ গুলে নিয়ে এলো, মাঝ রাতে Thumbs Up আনতে ছুটল তাকে প্রিমিয়ার এ নেমন্তন্ন করাটা অনেক বেশি প্রয়োজনীয়।
অর্থাৎ স্বস্তিকা প্রিমিয়ারে না যাওয়ার কারণ হিসাবে তুলে ধরেছিলেন ছবির সঙ্গে যুক্তি সমস্ত শিল্পী ও কলাকুশলীদের প্রিমিয়ারে না আমন্ত্রণ জানানোর বিষয়টিকে। গত ২৪ এপ্রিলই এই পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর এবার সরাসরি একেনবাবুর প্রিমিয়ারে না আমন্ত্রণ জানানো নিয়ে ক্ষোভ উগরে দিলেন ছবির গায়ক সিধু ওরফে সিদ্ধার্থ শঙ্কর রায়।