২৯ নভেম্বর🐲, শুক্রবার মুক্তি পেয়েছে করিনা, টাবু, কৃতি অভিনীত ছবি ‘ক্রু’। মুক্তির পর বক্স অফিসে ইতিমধ্য়েই ২ দিন পার করে ফেলেছে রাজেশ এ কৃষ্ণান পরিচালিত এই ছবি। তথ্য বলছে, দেশ ও বিদেশের বাজারে ইতিমধ্যেই ছবিটি বেশ ভালোই সাড়া ফেলেছে। Sacnilk.com-এর রিপোর্ট বলছে মাত্র ২ দিনে বক্স অফিসে ১৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি।
ইন্ডিয়ান বক্স অফিস
Sacnilk.co💧m-এর রিপোর্ট বলছে, প্রথম দিনে ৯.২৫ কোটি টাকা আয় করেছে টাবু-করিনা-কৃতির ছবি ‘ক্রু’। দ্বিতীয় দিনে এটা দেশীয় বক্স অফিসে ৯.৬ কোটি টাকা আয় করেছে। দুদিন মিলিয়ে এখনও পর্যন্ত ছবিটি ভারতে ১৮.৮৫ কোটি টাকা আয় করেছে।
ছবিটি প্রথম দিনে বিশ্বব্যাপী ২০.০৭ কোটি টাকা আয় করেছে। শনিবার ইনস্টাগ্রাম🎉ে এই পরিসংখ্যান শেয়ার করে কারিনা কাপুর প্রযোজক রিয়া কাপুর, একতা কাপুরকে ট্যাগ করে লিখেছেন ‘আমার সঙ🍃্গে দ্বিতীয় রাউন্ড... বীরে দি ওয়েডিং দিয়ে যা শুরু হয়েছিল, আর এখন ক্রু দিয়ে সেটাই অব্যাহত রয়েছে। কৃতি শ্যানন এবং টাবুর মতো সুন্দরী মহিলাদের সঙ্গে এই ছবিতে থাকতে পেরে ভাগ্যবান। আমরা এটা পেয়েছি।’
‘ক্রু’
অষ্টাপদ ধাতু, সোনাকে ঘিরে ছবির যাবতীয় ঘটনা। আদ্যোপান্ত কমেডির মোড়কেই তৈরি গল্পের বুনোট। এই ছবির কেন্দ্রে রয়েছে ‘কোহিনূর’ এয়ারলাইনস ও সোনা পাচার। বিজয় মালিয়ার ছোঁয়াও রয়েছে ছবির গল্পে। ছবিতে বিজয় ওয়ালিয়ার চরিত্রে দেখা গিয়েছে বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়কে। করিনা-টাবুদের ভাগ্য তাঁদের কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে পরিচালিত করে, ফলস্বরূপ তিনজেই মিথ্যার জালে আটকে পড়েন। ছবিতে এয়ার হোস্টেসের ভূমিকায় অভিনয় করেছেন কারিনা, টাবু ও কৃতি শ্যানন। ফ্লাইটের জন্য চিনাবাদামের বাক্স চুরি করা থেকে শুরু করে প্র🧸চুর অর্থ উপার্জনের পরিকল্পনা এবং গ্ল্যামারে দুনিয়ায় নজর কেড়েছেন এই ত্রয়ী।