'বহুবিবাহের সঙ্গে ভিনধর্মে বিয়ের তুলনা করছেন! এই তুলনার জন্য সত্যিই উচ্চস্তর জ্ঞানের প্রয়োজন হয়! আমি নিশ্চিত বুদ্ধি💜মান লোকেরা এবিষয়ে যথেষ্ঠ সচেতন।' মুসলিম পুরুষকে বিয়ে নিয়ে পায়েল মালিকের কটাক্ষের এভাবেই পাল্টা জবাব দিলেন পর্দার 'গোপী বহু' দেবলীনা ভট্টাচার্য। প্রশ্ন তুললেন পায়েল মালিকের শিক্ষা ও জ্ঞান নিয়েও♐।
পায়েলের কথার জবাবে ঠিক কী লিখেছেন দেবলীনা ভট্টাচার্য?
দেবলীনা সোশ্যাল মিডিয়ায় দে🎃বলীনা আরও লেখেন, ‘বহুবিবাহের মতো বেআইনি কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুধু আমার অধিকারই নয়, প্রত্যেক ভারতীয়রই অধিকার। যেটা আবার জাতীয় টেলিভিশনে গর্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। যাই হোক, এটা ব্যক্তিগত ভাগ্যেরও ব্যাপার। আমি বলব, শুধু কেবল সেই দরিদ্র মহিলাদের জীবনকে উপহাস করবেন না, যাঁরা এই ফালতু কারণে প্রতিটা দিন ও রাত কষ্ট পাচ্ছেন এবং প্রতিদিন একটু একটু করে মরছেন।’
সব শেষে দেবলীনা লেখেন, ‘আর নইলে হলে যা খুশি তাই করুন।’ ফের বহুবিবাহের কটাক্ষ করে দেবলীনা বলেন, ‘দুটোয় থামবেন কেন? ২, ৪ বা ৫টা বিয়ে করতে পারেন। তবে সমাজে এই রোগ ছড়াবেন না। আমি যে প্রতিটি শব্দ বলেছি তাতে আমি শুধু এটাই বোঝাতে চেয়েছি, আমি এর বিরুদ্ধে। আর যাই হোক এটা আমার কাছে নতুন কিছু নয় যে কিছু মানুষ আমাক💙ে নিয়ে ইউটিউব কনটেন্ট বানাচ্ছেন।’
দেবলীনা আরও বলেন, ‘আমার স্বামী মুসলিম হলেও তিনি নিজের স্ত্রীর প্রতি অনুগত, উনি বহুবিবাহে আগ্রহী নন। আর এটা বুঝতে আমরা ৪ বছর সময় নিয়েছি, তবেই বিয়ে করেছি। মাত্র সাত দিনে বিয়ে করে নিই নি (দুই বিয়ের ক্ষেত্রেই)। সবথেকে বড় কথা একজন নারীর আত্মসম্মানের সঙ্গে আপস করা উচিত নয়। আসলে আমি আপনাকে অনুভব করতে পারছি। তবে আমি জানি এটা আপনি বুঝতে পারবেন না। সত্যি বলছি, আপনার প্রত🉐ি আমার করুণা হচ্ছে। তবে এসব দেখার পর আমার মনে হচ্ছে,আপনি এমনই একটা বিয়ে করতে চেয়েছিলেন। হতে পারে যে সবকিছুই আপনাদের জন্য ইউটিউব কনটেন্ট, তব আমার জন্য সেচা নয়। তাই চালিয়ে যান। তবে আমি এখানেই থামলাম।’

ঠিক কী ঘটেছে, পায়েলকে কেন এতগুলো কথা শোনালেন দেবলীনা?
কিছুদিন আগে Bigg Boss-এর ঘর🔥ে ইউটিউবার আরমান মালিক দুই বউকে নিয়ে হাজির হওয়ায় তোপ দেগেছিলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। আরমান মালিকের বহু বিবাহ, আর সেটা Bigg Boss-এর ঘরে তুলে ধরার ঘটনায় তীব্র নিন্দা করেছিলেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে লিখেছিলেন, ‘আপনি কি মনে করেন এটা বিনোদন? এটা বিনোদনের নামে নোংরামি।' দেবলীনা লেখেন, 'এটা কিন্ত রিল নয়, বাস্তব। আমি বুঝতে পারি না নির্লজ্জতার কীভাবে বিনোদন হয়? আমার তো শুনেই বিরক্ত লাগছে। মানে ৬-৭দিনের মধ্যে প্রেমও হয়ে গেল, আবার বিয়ে! আবার একই গল্প হয় বউ-এর বেস্ট ফ্রেন্ডের সঙ্গেও এসব আমার কল্পনারও বাইরে!’
দেবলীনার এই মন্তব্যের জবাবে মুখ খুলেছিলেন ইউটিউবার আরমান মালিকের প্রথম বউ পায়েল মালিক। স্বামীর বহুবিবাহ নিয়ে সমালোচনার জবাবে পায়েল দেবলীনার ভিনধর্মে বিয়েকে টেনে এনেছিলেন। বলেছিলেন, ‘দেবলীনাজি আপনি আগে ভাবুন, আপনি কতটা সমালোচিত হয়েছিলেন, নিজের বওিয়ে নিয়ে। যখন আপনি একজন মুসলিম যুবককে বিয়ে করেছিলেন, তখন আপনিও ট্রোলড হয়েছিলেন। আমি বলব, আমরা যখন আপনার জীবন নিয়ে কোনও মন্তব্য করছি না, তখন আপনারও অধিকার নেই আমাদের বিষয় নিয়ে কথা বলার। বাকি এটা নিয়ে আমার যা বলার আছে, সেটা আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে বলব।’
আর এবার পায়েলের এধরনไের মন্তব্যে ফের লম্বা পোস্ট করেছেন দে🍒বলীনা ভট্টাচার্য।