২০২৩ সালেই ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা ছিল দিলীপ কুমারের পালি হিলের বাংলোকে। একটি আলিশান হাউজিং প্রজেক্ট হয় এখানে। এবার তাতে একটি বিপুল অর্থের ইনভেস্টমেন্ট হল বলেই জানা গিয়েছে। অ্যাপকো ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড এ♕ই নবনির্মিত অ্যাপার্টমেন্টে তিন তলা অ্যাপার্টমেন্ট কিনে নিল তাও ১৭২ কোটি টাকা দিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে জানানো হয়েছে জ্যাপকি ডট কম থেকে এই বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। ৯, ১০ এবং ১১ তলা কিনেছে এই প্রাইভেট কোম্পানি। এখানে মোট ৯ হাজার ৫২৭ স্কোয়ার ফিট জায়গা আছে যা ১৫৫ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। একই সঙ্গে এই সম্পত্তির লেনদেনের জন্য ৯ কোটি ৩০ লাখ টাকার স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফিজ লেগেছে।
আরও পড়ুন: 'আদালতে গিয়ে প্রমাণ করꦅুক...' প্রেমিকাদের থেকে টাকা হাতানোর অভিযোগ, সাফাই দিয়ে কী বললেন রণজয়?
আসার গ্রুপের তরফে এই প্রজেক্ট করা হয়েছে। এখানে ৪ এবং ৫ BHK আলিশান অ্যাপার্টমেন্ট আছ🦩ে। ২০১৬ সালে দিলীপ কুমারের সঙ🌊্গে আসার গ্রুপের চুক্তি হয় তাঁর এই বাংলো ভেঙে সেখানে ফ্ল্যাট গড়ার। কিন্তু এর পর একাধিক আইনি জটিলতার মুখে পড়তে হয় এই প্রজেক্ট বানানোর সময়। অবশেষে ২০১৭ সালে সেই সমস্যা যে মিটে গিয়েছে সেটা নিশ্চিত করেন সায়রা বানো, দিলীপ কুমারের স্ত্রী।
দ🍌িলীপ কুমার ২০২১ সালে প্রয়াত 🍌হন। তিনি মুঘলে আজম, রাম অউর শ্যাম, গঙ্গা যমুনা, মশাল, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।