কথায় আছে ‘গেঁয়ো যোগী ভিখ পায় না’! প্রেম করে হাড়ে হাড়ে এই কথাটা টের পাচ্ছেন দিতিপ্রিয়া রায়। কারণ নিজের বাড়িতেই এখন ‘পর’ হয়েছেন রানিমা। সবার নয়নের মণি তাঁর রহস্যময় প্রেমিক। আরও পড়ুন-প্রꦺেমে মজে দিতিপ্রিয়া, হবু জামাইয়ের সঙ্গে আদুরে 🙈ছবি, নাম ফাঁস রানিমার মায়ের; বিয়েটা কবে?
রঙের উৎসবের ফাঁকেই দিতিপ্রিয়া জানান, প্রেম করছেন তিনি। সম্পর্কে থাকার কথা স্বীকার করে নিলেও প্রেমিকের নাম বা পরিচয় ফাঁস করেননি। শুধু বলেছেন, বাকিটা ক্রমশ প্রকাশ্য। কিন্তু স্পষ্ট করেছেন, তাঁর প্রেমিক অভিনয় জগতের মানুষ নন। পরিবারের সকলেই তাঁর প্রেমের কথা জানেন, এবং এই সম্পর্কে সা🉐য় রয়েছে বাবা-মা'র।
মাস🙈 কয়েকের সম্পর্ক দুজনের। তবে প্রেমিককে নিয়ে বেজায় সিরিয়াস দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া বোধহয় নিজেও বোঝেননি প্রেমিকের সঙ্গে এত জলদি বাবা-মা'র আলাপ করানোটা তাঁর ‘কাল’ হয়ে দাঁড়াবে! আসলে দিতিপ্রিয়ার চেয়ে আজকাল হবু জামাই বেশি আদরের হয়ে উঠেছে নায়িকার মায়ের। দু-দিন আগেই ‘রিভুবাবু’কে আগলে একটি আদুরে ছবি দিয়েছিলেন দিতিপ্রিয়ার মা, সুদীপ্তা রায়। সেই ছবির কমেন্ট বক্সেই দুর্নিবার ঘরণী ঐন্দ্রিলা সেন লেখেন, ‘এরকমই হয় বুঝলি তো ব্যাপারটা। এরপর দেখবি তোকে আর পাত্তাও দেবে না বাড়িতে। অভিজ্ঞতা থেকে বলছি’।