চল🔯তি বছর হিন্দি ছবির তুলনায় দক্ষিণী ছবির রমরমা বাজার দেশজুড়ে। সদ্য মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘গডফাদার’-এর ট্রেলার। চিরঞ্জীবীর এই পরবর্তী ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। এই প্রথমবার চিরঞ্জীবীর সঙ্গে স্ক্রিন স্পেস 🅘শেয়ার করেছেন তিনি। ‘গডফাদার’-এর হিন্দি ট্রেলার নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন চিরঞ্জীবী এবং সলমন।
মেগাস্টার চিরঞ্জীবী এবং সুপারস্টার সলমন খানকে একসঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে, যা ইতিমধ্যে সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ। পরিচালক মোহন রাজা এই অসামান্য শিল্পীদের সঙ্গে রূপালি পর্দায় নিজের জাদু দেখিয়েছেন। আরও পড়ুন: Kesariya: কেক কাটছেন রণবীর, ভক্তদের সঙ্গে ‘কেসারিয়া’ গেয়ে উঠলেন আলিয়া! ভাইরাল ভিডিয়ো
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যোগ দিয়ে চিরঞ্জীবী বলেন, ‘আমি চাই বলিউড বা টলিউডের মধ্যে কোনও বিচ্ছিন্নতা ছাড়াই বিশ্বব্যাপী ভারতীয় সিনেমা হিসেবে পরিচিত হোক। ১৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করার পর, এই ছবিতে কাজ করার সময় আমি আগের মতোই উত্তেজনা এবং শক্তি অনুভব করেছি। যখন আমি তেলুগু ছবি নিয়ে ব্যস্ত ছিলাম, তখন আমি সবসময় দেখাতে চেয়েছিলাম, এমন একটা ছবি হওয়া উচিত যেটা একটা আঞ্চলিক ছবি বা হিন্দি ছবি নয়, একটা ভারতীয় ছবি।’ আরও পড়ুন: ‘রঙিন ছেলে’ মদন মিত্র, ‘মা এসেছে’, এই পুজোয় নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির বিধায়ক
এদিন ট্রেলার লঞ্চে এসে সলমন বলেন, ‘যখন চিরন গারু আমায় ডেকেছিলেন তখন তিনি আমায় একটি ছোট রোলের কথা বলেছিলেন। আমি বলেছিলাম - ‘চিরন যদি আপনি আমায় আপনার পিছনে দাঁড় করিয়ে দিতে যান তাও ঠিক আছে।’ আরও পড়ুন: টেলিভিশনের পর্দায় ‘রান্নাঘরের গপ্পো’ নিয়ে ফিরছেন সুদীপ্তা, শোনাবেন অজানা গল্প
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ছবিতে একটি বেশ বড়🉐 এবং জমজমাট অ্যাকশন দৃশ্যে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। মূল ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন ম🌃োহনলাল। সলমনকে এই ছবিতে যে ভূমিকায় দেখা যাবে, সেই চরিত্রে দেখা গিয়েছিল পৃথ্বীরাজকে। দশমীতে অর্থাৎ আগামী ৫ অক্টোবর সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।