২০২৪ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে হাত খালিই থাকল অনিল কাপুর, আ𒊎দিত্য রয় কাপুরদের। দ্য নাইট ম্যানেজারের ভারতীয় সংস্করণ ড্রামা সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছিল ঠিকই, তবে সেরর শিরোপা মাথায় উঠল না। এই ক্যাটেগরিতে পুরস্কার ছিনিয়ে নিল লেস ♊গাউটেস ডি ডিউ (ড্রপস অফ গড)।
মঙ্গলবার আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের তরফে জানানো হয়, সেরা ড্রামা সিরিজের জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতে ন💞িয়েছে মার্কিন-ফ্রেঞ্চ-জাপানি প্রযোজনায় তৈরি বহুলচর্চিত সিরিজ লেস গাউটেস ডি ডিউ [ড্র🎃পস অফ গড]। যার ফলে হতাশ ভারতীয় ভক্তরা। বিশেষত আদিত্য রয় কাপুরের ফ্যানেরা। নায়ক যদিও অংশ নেন এমির লাল গালিচায়।
আদিত্য রায় কাপুর এবং শোয়ের পরিচালক সন্দীপ মোদী সহ দ্য নাইট ম্যানেজারের টিম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের পরনে ছিল কালো স্যুট। আদিত্যর দেখা মিলল কালো ব্ཧলেজার এবং ট্রাউসারে। সঙ্গে সাদা শার্ট ও বো-টাই। বিশ্বমঞ্চে মুগ্ধ করার জন্য আদিত্যর লুক নিঃসন্দেহে আকর্ষণীয়, তবে এটি কি নেটিজেন এবং ফ্যাশন অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারল? আদিত্যর এই লুক সোশ্যাল মিডিয়ায় খুব বেশি প্রশংসা কুড়োয়নি। অনেকেই আদিত্যর সাজকে ‘দিল্লি রিসেপশন লুক’ বলে ট্রোল করেন।
সম্প্রতি ইন্টারন🌌্যাশনাল অ্যাকাডেমি অফ𒁃 টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস (আইএটিএএস) কর্তৃক ঘোষিত মনোনয়নে ১৪টি বিভাগে নাইট ম্যানেজার ছিল ভারত থেকে একমাত্র এন্ট্রি।

'ড্রপস অব গড' ও 'দ্য নাইট ম্যানেজার' ছাড়াও এই ক্যাটেগ꧙রিতে মনোনয়ন কুড়িয়েছিল ‘দ্য নিউজরিডার-সিজন টু’. 'ইওসি', 'এল এসপিয়া আরেপেন্তিদো-সিজন-২' (ইয়োসি, দ্য রিগ্রেটফুল স্পাই)।
ফরাসি-আমেরিকান-জাপানি টেলিভিশন ধারাবাহিক ড্রপস অফ গড পরিচালনা করেছেন ওডেড রাস্কিন। এতে অভিনয় করেছেন তোমোহিসা ইয়ামাশিতা ও ফ্লেউর গেফ্রিয়ার। সিরিজটি একটি এস্টেটের উত্তরাধিকার এবং এর বিশাল ওয়াইন সংগ্রহের প্রতিযোগিতাকে কেন্দ্র করে আবর্তিত। ড্রপস অফ গড ২০২৩ সালের এপ্রিলে Apple TV+ এ প্রিমিয়ার হয়েছিল। এই বছরে মুক্তি পায় দ♕্বিতীয় সিজনটি।
নাইট ম্যানেজার সম্পর্কে
আদিত্য ছাড়াও এমি মনোনীত নাইট ম্যানেজারে অভিনয় করেছেন অনিল কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়🍰 এবং রবি বেহল। সিরিজটি পরিচালনা করেছেন সন্দীপ ও প্রিয়াঙ্কা ঘোষ। জন লে ক্যারের উপন্যাস এবং টম হিডলস্টন, হিউ লরি এবং অলিভিয়া কোলম্যান অভিনীত ব্রি🍷টিশ শো থেকে অনুপ্রাণিত ডিজনি প্লাস হটস্টারের এই সিরিজ।