দেশের সব থেকে ধনী পরিবারের মেয়ে তিনি। তবু সোমবার ছিমছাম সাদামাটা লুকেই ধরা দিলেন ইশা আম্বানি। পরনে ছিল এক্কেবারে সুতির প্রিন্টেড সাদা কুর্তা আর পালাজো প্যান্ট। স্বামী আনন্দ পিরামলের সঙ্গে দেখা গেল ইশাকে। সঙ্গী তা🔴ঁদের দুই ছেলেমেয়ে আদিয়া আর কৃষ্ণা।
সোমবার দুই ছেলে-মেয়ে আদিয়া আর কৃষ্ণাকে আর পাঁচজন বাবা-মায়ের মতোই স্কুলে নিয়ে যেতে ꦑদেখা গেল ইশা-পিরামলকে। আর তখনই পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হন তাঁরা। ইশাকে দেখা গেল এক্কেবারেই সাধারণ পোশাকে। একপ্রকার কোনও মেকআপ ছাড়া ছিমছাম লুকে বাইরে বের হয়েছিলেন তিনি। ইশা-আনন্দকে অন্যান্য বাবা-ম🌌ায়ের সঙ্গে প্লে স্কুলের সামনে দেখা গেল। তাঁদের দেখে একবারের জন্যও মনে হল না যে তাঁরা দেশের সবথেকে ধনী পরিবারের সদস্য। এক ঝটকা দেখে মনে হবে ওরাঁ তো আপনার-আমার মতোই। মেয়ে আদিয়াকে কোলে নিয়ে গাড়িতে তুলতে দেখা গেল আনন্দকে। স্কুল শেষে ন্য়ানির কোলে দেখা গেল কৃষ্ণাকে।
তবে আপাতত দৃষ্টিতে ইশার যে সুতির প্রিন্টেড পোশাককে সাদামাটা বলেই মনে হচ্ছ🐻ে, তবে সেই পোশাকের দাম কত তা জানেন? দেখতে সাধারণ মনে হলেও দামটা কিন্তু নেহাতই সাধারণ নয়। তবে 🦄হ্য়াঁ, তাঁদের তুলনায় এটা যে খুবই কম, তা বলাই বাহুল্য। ইশা যে কুর্তা এবং পালাজো সেট পরেছিলেন তা ঋদ্ধি সুরির ডিজাইন করা। হুর হ্যান্ড ব্লক প্রিন্টেড (ব্লু বুটা) কুর্তা ও পালাজো সেট। গরমকালের জন্য উপযুক্ত এই পোশাকের দাম ৯, ৬০০ টাকা।

ইশা আম্বানির কুর্তিটি সাদার উপর প্রিন্টেড। এটিতে নীল ও সবুজ রঙের হ্যান্ড ব্লক প্রিন্টটেড পাতা এবং ফুল আঁকা রয়েছে। কুর𝓀্তায় সামনে খোলা, বন্ধগলা নেকলাইন রয়েছে। কুর্তিটি ফুল হাতা, হা🦂তার সামনে স্ক্যালোপড বিডিং লেইস লাগানো রয়েছে। এটি গ্রীষ্মের জন্য এক্কেবারে উপযুক্ত পোশাক। ঢিলেঢালা এই কুর্তার দুধারে পকেট রয়েছে।কুর্তার সঙ্গে মিলিয়ে ছিমছাম একটা সরু চেনের হার আর খোলা চুলে দেখা যায় ইশাকে। তাঁর মাথায় আটকানো ছিল রোদচশমা।
প্রসঙ্গত, ২০২২ এর ১৯ নভেম্বর ইশা আম্বানি ও🌼 তাঁর স্বামী আনন্দ পিরামলের জীবনে আসে তাঁদের যমজ সন্তান কৃষ্ণা এবং𒆙 আদিয়া।