জয়া বচ্চন মাঝে মধ্যেই তাঁর মেয়ে শ্বেতা বচ্চনের সঙ্গে নাতনি নভ্যা নভেলি নন্দার শোতে আসেন। হোয়াট দ্য হেল নভ্যা শোতে তাঁরা নানা বিষয়ে আলোচনা করেন। সাম্প্রতিকতম পর্বে তাঁদের ইন্টারনেটের ব্যবহার নিয়ে কথা বলতে শোনা যায়। এমনকি এটার প্রভাব কী পড়ছে নতুন প্রজন্মের উপর, বা সোশ্যাল মিডিয়ায় যে আজকাল সবই এত বেশি ভোকাল 🔯এসব নিয়েও আলোচনা করেন তাঁরা। আর তার মাঝেই আচমকা মেজাজ হারিয়ে মেয়ে শ্বেতাকে ধমক দিয়ে বসেন জয়া। কিন্তু কী এমন করলেন তিনি?
শ্বেতাকে ধমক জয়ার
এদিনের এই পর্বে দেখা যাচ্ছে জয়া যতবার কথা বলতে গিয়েছেন ততবার তাঁকে কথা বলার মাঝে আটকেছেন শ্বেতা। মাঝে নিজের কথা বলে উঠেছেন। আর এতেই বেজায় চটে যান বলিউডের রাগী আন্টি। এদিন যখন জয়া মানুষের ব্যবহারের উপর ইন্টারনেটের প্রভাব কী নভ্যাকে জানাচ্ছিলেন তখন মাঝখান দিয়ে কথা বলে ওঠেন শ্বেতা। নিজে🌄র মত রাখতে শুরু করেন। কিন্তু যখন তিনি কথা বলতে শুরু করেন তখন বিরক্ত হয়ে যান জয়া এবং মেয়েকে আটকান। এভাবে অন্যের কথার মাঝে কথা বলায় বেজায় ক্ষুব্ধ হন তিনি। তাই তাঁকে ধমক দিয়ে আত্মকেন্দ্রিক হতে নিষেধ করেন। অন্যদের কথা বলতে দেওয়ার যেন সুযোগ দেন সেটাও নির্দেশ দেন।
আরও পড়ুন: 'আಞরে, শাহরুখ তো...' পাঠানের মতো ছবি বানানোর দাবি আমিরকে, জবাবে কী বললেন মিস্টার পারফেকশনিস্ট?
এদিন ধমকের সুরে মেয়েকে জ▨য়া বলেন 'অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে শেখ।' বর্ষীয়ান অভিনেত্রীর মতে এক এক ব্যক্তির এক একটি বিষয়ে ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। আর তাছাড়া সব বিষয়ে নিজের মতামত দিতেই হব😼ে এমনটা জরুরি নাও হতে পারে।
মায়ের বকা খাওয়া সত্বেও শ্বেতা জোর দিয়ে বলেন এই শোয়ের মূল উ♏দ্দেশ্যই নিজের মতামত রাখা। কিন্তু জয়া বচ্চন মোটেই দমবার পাত্রী নন। তিনি ⛦সাফ জানিয়ে দেন নিজে যেটা ঠিক মনে করবে সেটাই এক মাত্র ঠিক বিষয় নাও হতে পারে।
প্রসঙ্গত এদিনের পর্বেই জয়া বচ্চন জানিয়েছেন ইন্ট🎃ারনেটের জন্যই নাকি যুব প্রজন্মের মধ্যে💛 উদ্বেগ, দুশ্চিন্তা, স্ট্রেস বাড়ছে। তাঁর এই কথায় অনেকেই সমর্থন করেছেন।