দুই বোনই যখন অভিনেত্রী, বলিপাড়ায় এমন𝄹 উদাহরণ নেহাত কম নেই। তনুজা-নূতন থেকে কাজল-রানি-তনিশা, করিশ্মা-করিনা, কৃতি-নুপূর, রয়েছেন আরও অনেকেই। তবে দুই বোনই যদি অভিনেত্রী হন তাহলে তুলনা আসবে বৈকি। সম্প্রতি তাঁর সঙ্গে বোন তনিশার তুলনার বিষয়ে মুখ খুললেন কাজল। আর এই তুলনা যে তাঁদের দুই বোনের সম্পর্ককে প্রভাবিত করেছিল, সেবিষয়টিও অকপটে স্বীকার করে নিয়েছেন কাজল।
তনিশার সঙ্গে সম্পর্ক নিয়ে ঠিক কী বলেছেন কাজল?
সম্প্রতি 'দো পত্তি' নিয়ে নিউজ ১৮-এর সাক্ষাৎকারের মুখোমুখি হন কাজল। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়,💎 আপনার সঙ্গে তনিশার তুলনা কি আপনাদের দুই বোনের সম্পর্ককে প্রভাবিত করেছিল? এমন কথায়, ‘হ্যাঁ, এটা অবশ্যই এক সময়ে ঘটেছিল। তবে আমরা নিজেদের মধ্যে বিষয়টা মিটিয়ে নিয়েছি। এই দূরত্ব ছিল ক্ষণস্থায়ী। আমাদের সম্পর্কের মধ্যে এটা খুব বেশি কিছুই করতে পারেন🎶ি। তানিশা যখন সিনেমায় কাজ করছিল, তখন এই দূরত্ব তৈরি হয়েছিল, এখন আর এটা নেই।'
তনিশা কী বলেছিলেন?
এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন ত꧋নিশাও। কাজলের সঙ্গে ক্রমাগত তুলনা এখন আর আমাকে খুব একটা বিচলিত করে না। আমি কখনওই আমার দিদির সঙ্গে নিজের তুলনা করি না, এমনকি অন্য অভিনেতাদের সঙ্গেও তুলনা করি না। আমি কেন নিজেকে আমার দিদির সঙ্গে তুলনা করব? প্রত্যেক অভিনেতার একটা নিজস্বতা থাকে। এটাই আমি বিশ্বাস করি। তবে এটা ঠিক যে আমার ক্যারিয়ার দিদির মতো ভাল ছিল না। দিদি মাত্র ১৬ বছর বয়সে কাজ শুরু করেছিল। আর ও ইন্ডাস্ট্রিতে ছিল বলেই আমি এত সুবিধা পেয়েছি। আমার যা প্রয়োজন তা আমায় দেওয়ার জন্য আমি ওর ক্যারিয়ারকেই ধন্যবাদ জানাই। বরং ওর জন্যই আমার কেরিয়ার গড়টা অনেক সহজ হয়েছিল। আমাকে বেশি খাটতে হয়নি। তাই আমি কখনোই তুলনা করি না। আমি মনে হয়, লোকজন🐎 এই তুলনা টানতে ভালোবাসে, আমার তাতে কিছু যায় আসে না।
'দো পত্তি'
কাজল 'দো পত্তি'তে একজন পুলিশ অফিসার বিদ্যা জ্যোতি ওরফে ভিজে চরিত্রে অভিনয় করেছেন। যিনি কিনা একটা হত্যাকাণ্ডের তদন্তে করছেন। ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন কৃতি শ্য🔥ানন। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখবেন জাহির শেখ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তানভি আজমি, ব্রিজেন্দ্র কালা, বিবেক মুশরান এবং প্রাচী শাহ পাণ্ড🔜্যকে। ২০২৪ সালের ২৫ অক্টোবর মুক্তি পাবে 'দো পত্তি'