দুই যমজ সন্তানের ‘ড্যাডা’ পরিচালক-প্রযোজক করণ জোহর। আজ তাঁর দুই ছেলেমেয়ে যশ এবং রুহির জন্মদিন। পাঁচ বছরে পা দিল তাঁরা। সন্তানদের একটি ভিডিয়ো পোস্ট করে, নেটমাধ্যমে মিষ্টি ক্যাপশন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন করণ। যশ এবং রুহির জন্ম সারোগেসির মাধ্যমে। ছেলে এবং মেয়ের ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে করণ লিখেছেন, ‘আমার লাইফলাইন... আমার সবটা তোমাদের জন্য…. আমার সবকিছু। তোমাদের আমার জীবনে আনার জন্য আমি প্রতিদিন মহাবিশ্বকে ধন্যবাদ জানাই... আজ পাঁচ বছরে পা দিল তাঁরা। বাকি জীবনের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই আমার। আমি জানি ওরা আমার সঙ্গেই রয়েছে… রুহি ও যশ’। করণের সন্তানদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা বচ্চন, স্টাইলিস্ট অনিতা শ্রফ, মালাইকা আরোরা, ভূমি পেদনেকর, একতা কাপুর, মৌনি রায়, বরুণ ধাওয়ান, অদিতি রায় হায়দারি, অমৃতা আরোরা, কণিকা কাপুর, অর্পিতা খান, বিপাসা বসু, রাকুল প্রীত সিং, সঞ্জয় কাপুর সহ বলিউডের একগুচ্ছ তারকা। প্রযোজনা সংস্থার বিভিন্ন কাজ দেখাশোনা করার পাশাপাশি, করণ নতুন রিয়েলিটি শো 'হুনারবাজ'-এর অন্যতম বিচারক। বিচারক প্যানেলে তার সঙ্গে যোগ দিয়েছেন পরিণীতি চোপড়া এবং মিঠুন চক্রবর্তী। তিনি সম্প্রতি শোতে একটি গান গেয়েছেন এবং মজার ছলে প্রকাশ করেছেন, তাঁর বাচ্চারাও খারাপ গায়ক।