দ্য ইন্ডিপেন্ডেন্ট একবিংশ শ𓆏তাব্দীর সেরা ৬০ জন অভিনেতার তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে বিশ্বের বহু বিখ্যাত সব অভিনেতাদের নাম অন্তর্ভক্ত রয়েছে। ভারতীয় অভিনেতাদের মধ্যে কেবল একজনই এই তালিকায় স্থান পেয়েছেন।
২১ শতাব্দীর সেরা অভিনেতার লিস্টে SRK-অমিতাভ নন, একমাত্র ভারতীয় বলিউডে এই খান
দ্য ইন্ডিপেন্ডেন্ট এ🐈কবিংশ শতাব্দীর সেরা ৬০ জন অভিনেতার তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে বিশ্বের বহু বিখ্যাত সব অভিনেতাদের নাম অন্তর্ভক্ত রয়েছে। ভারতীয় অভিনেতাদের মধ্যে কেবল একজনই এই তালিকায় স্থান পেয়েছেন। নিশ্চয়ই ভাবছেন শাহরুখ খান, আমির খান বা অমিতাভ বচ্চন। না ওঁরা কেউই নন। অন্য এক ভারতীয় অভিনেতা এই তালিকায় জায়গা করে নিয়েছেন। জানেন তিনি কে?
কেবলমাত্র তিনি ভারতীয় অভিনেতার মধ্যে এই তালিকায় জায়গা করে নিয়েছেন। খুব অল্প বয়সে প্রয়াত হন এই অভিনেতা। এবার বুঝতে পারলেন তিনি কে? অনেকেই হয়তো আন্দাজ করেছেন, তিনি আ🐻র কেউ নন অভিনেতা ইরফান খান।
২০২০ সালে মাত্র ৫৩ বছর বয়সে মারা যান ইরফান খান। ১৯৮০-এর দশকের শেষ থেকে ২০০০ -এর গোড়ার🦩 দিক পর্যন্ত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে অনেক লড়াই করতে হয় তাঁকে। ২০০১ সালে আ𒉰সিফ কাপাডিয়ার ছবি ‘দ্য ওয়ারিয়র’-এর হাত ধরে আসে সাফল্য। আর এবার সেই ছবির জন্যই অভিনেতাকে দ্য ইন্ডিপেন্ডেন্ট দিল এই বিরাট সম্মান। ছবিতে ইরফানকে নিজের রাজ্য রাজস্থানের একজন যোদ্ধার ভূমিকায় দেখা গিয়েছিল।
তবে ২০০১ সালে এই ছবির পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০০৩ সালে তিগমাংশু ধুলিয়ার ক্রাইম ড্রামা ‘হাস𝓀িল’, বিশাল ভরদ্বাজের ‘গ্যাংস্টার’, ‘মকবুল’ এবং মীরা নায়ারের ২০০৬ সালের রোমান্টিক ছবি ‘দ্য নেমসেক’-এ নজর কেড়েছিলেন অভিনেতা।
তাঁর অন্যান্য উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘লাইফ ইন এ মেট্রো’, ‘দ্য দার্ไজিলিং লিমিটেড’, ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘পান সিং তোমর’, ‘লাইফ অফ পাই’, ‘দ্য লাঞ্চবক্স’, ‘কিসসা’, ‘হায়দার’, ‘পিকু’, ‘তালওয়ার’, ‘হিন্দি মিডিয়াম’, ‘দ্য সং অফ স্করপিয়নস’, ‘করিব করিব সিঙ্গেল’, ‘কারওয়ান’ এবং ‘আংরেজি মিডিয়াম’।
দ্য ইন্ডিপেন্ডেন্টে বলা হয়েছে, ‘ইরফান খানের চোখের চাহনি,✅ বাচন ভঙ্গি তথা তাঁর কাজ চিরকাল বেঁচে থাকবে। ঠোঁট না নাড়িয়✅ে তাঁর কবিতা আবৃত্তি করার ক্ষমতা তা এক কথায় অভাবনীয়।’