তিনি কিংবদন্তি শর্মিলা ঠাকুরের নাতি, সইফ আলি খানের ছেলে। তবু ডেবিউ ছবি 'নাদানিয়া'-তে নিজের অভিনয় দিয়ে তেমন সাড়া ফেলতে পারেননি ইব্রাহিম আলি খান। ইব্রাহিমের অভিনয় ফিল্ম সমালোচকদের কাছে সমালোচিত হয়েছে, সে পর্যন্ত তো ঠিকই ছিল। তবে তমুর ইকবাল নামে এক পাকিস্তানি ফিল্ম সমালোচক 'নাদানিয়া' নিয়ে কথা বলতে ইব্রাহিমের চেহারা ও নাক নিয়ে কটাক্ষ করে বসেন। আর এধরনের আক্রমণে বেজায় বিরক্ত পলক তিওয়ারি। যিনি কিনা ইব্রাহিমের চর্চিত প্রেমিকা।
সম্প্রতি নয়নদীপ রক্ষিতের পডকাস্টে এসে সেই পাক ফিল্ম সমালোচককে একহাত নেন পলক তিওয়ারি। তাঁর কথায়, ‘যদি সেলিব্রিটির থেকেও বেশি বিক্রি হয়, তবে তা হল সেলিব্রিটিদের প্রতি ঘৃণা, তাঁদের গালমন্দ করা, হেনস্থা করা। আমরা এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে সেলিব্রিটিদের আক্রমণ করা নিত্যদিনের বিষয়। এটা একধরনের নির্লজ্জ ও নিরলস প্রয়াস। তবে তারপরেও এতদিন এটা এই পর্যায়ে পৌঁছায়নি। আমি বুঝতে পারি যে লোকজন ভাবে, অভিনেতাদের কাজ যে কেউ করে ফেলতে পারে। আমি একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলতে চাই, তবে একই সঙ্গে এটা ন্যায্য হওয়াও দরকার।’
আরও পড়ুন-'গ্র্যাজুয়েট' হলেন আরিন, কোথা থেকে পড়াশোনা করেছেন শ্রীরাম ও মাধুরী পুত্র?
পলক বলেন, ‘আপনারা আমাদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলেন। তারপর কোনও অভিনেতা যদি সেই বাহ্যিক সৌন্দর্যে ছুরি কাঁচি চালান, তাহলে সেটা নিয়েও কথা বলবেন। যে কেন করেছেন, ভুল করলেন, এইসব…। আবার কিছু না করলে আপনারাই চেহারা নিয়ে আক্রমণ করেন, খারাপ কথা বলেন, এর চেয়ে খারাপ আর কী হতে পারে! আসলে সমালোচনা করাটাই এদের আসল উদ্দেশ্য। আনার ওজন, নাক, চুল, সবকিছু নিয়েই লোকজন কথা বলবেন। যদি কারোর কিছু নিয়েই সমালোচনা না হয়, তাহলে বুঝতে হবে, সেই ব্যক্তি ভাগ্যবান।’
প্রসঙ্গত গত মার্চের ঘটনা 'নাদানিয়া' মুক্তির পরপর তমুর ইকবাল নামে একজন পাকিস্তানি চলচ্চিত্র সমালোচক নিজের সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিমের ‘বিশাল নাক’ নিয়ে মশকরা করেছিলেন। বিতর্কে আরও বাড়ে যখন ইব্রাহিম আলি খান তাঁকে উত্তর দেন।
ইব্রাহিম তাকে উত্তরে বলেন, ‘তুমি কুৎসিত আবর্জনার টুকরো, যেহেতু তুমি তোমার কথা নিজের কাছে রাখতে পারো না, তাই বিরক্ত করো না, ওগুলো তোমার মতোই অপ্রাসঙ্গিক। কুৎসিত নোংরা জিনিস, তোমার এবং তোমার পরিবারের জন্য আমার খারাপ লাগছে। যদি আমি তোমাকে একদিন রাস্তায় দেখি, তাহলে আমি তোমাকে তোমার চেয়েও কুৎসিত অবস্থায় ফেলে রেখে যাব - তুমি নোংরা জিনিসের টুকরো।’ যদিও পরে ইব্রাহিম এই বিতর্কের বিষয়ে কোনও মন্তব্য করেননি।