দুটো বউকে নিয়ে ঘর করার জন্য বহু আগে থেকেই চর্চায় ছিলেন ইউটিউবার আরমান মালিক। আর এবার বিগ বসের ঘরে দুই বউকে নিয়ে হাজির হন আরমান। যা নিয়ে জোর চর্চা শুরু হয়। সেখানে পায়েল-কৃতিকা-আরমানের প্রেমের গল্প শুনে অনেকেই অবাক হন। সম্প্রতি জাতীয় টেলিভিশনে বেশকিছুদিন আগে এধরনের 'বহুবিবাহ'-এর প্রচার দেখে হতাশা প🥀্রকাশ করে লম্বা পোস্ট করেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। '
x (পূর্বের টুইটার) লম্বা পোস্ট করে হতাশা প্রকাশ করেন। লম্বা পোস্টে দেবলীনা লেখেন, ‘আপনি কি মনে করেন এটা বিনোদন? এটা বিনোদনের নামে নোংরামি। এটাকে হালকাভাবে নিয়ে ভুল করবেন না, এটা কিন্ত রিল নয়, বাস্তব। আমি বুঝতে পারি না নির্লজ্জতার কীভাবে বিনোদন হয়? আমার তো শুনেই বিরক্ত লাগছে। মানে ৬-৭দিনের মধ্যে প্রেমও হয়ে গেল, আবার বিয়ে! আবার একই গল্প হয় বউ-এর বেস্ট ফ্রেন্ডের সঙ্গেও এসব 💛আমার কল্প꧒নারও বাইরে!’

এবার দেবলীনার এই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন পায়েল মালিক। ইনস্ট্যান্ট বলিউডকে পায়েল বলেন, ‘দেবলীনাজি আপনি আগে ভাবুন, আপনি কতটা সমালোচিত হয়েছিলেন, নিজের বিয়ে নিয়ে। যখন🥀 আপনি একজন মুসলিম যুবককে বিয়ে করেছিলেন, তখন আপনিও ট্রোলড হয়েছিলেন। আমি বলব, আমরা যখন💙 আপনার জীবন নিয়ে কোনও মন্তব্য করছি না, তখন আপনারও অধিকার নেই আমাদের বিষয় নিয়ে কথা বলার। বাকি এটা নিয়ে আমার যা বলার আছে, সেটা আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে বলব।’
এদিন তাঁদের বিয়ে নিয়ে করা লবকেশের মন্তব্য নিয়েও মুখ খোলেন পায়েল মালিক। পায়েলকে প্রশ্ন করা হয়, লবকেশ শোতে বলেছিলেন, আরমান মালিক তাঁর বিয়ে নিয়ে যে গল্প বলছেন, আর তিনি অন্য একজনের কাছ থেকে যে গল্প শুনেছেন, তা সম্পূর্ণ আলাদা। এবিষয়ে পায়েলের জবাব ছিলন, ‘আপনি যাঁর কথা বলছেন, তাঁকেও চিনি। এখান থেকে বের হয়ে আ𝔉মি ওকে ফোন করে জিগ্গেস করব, সে এমন কোন গল্প জানে, যা আমরা নিজেরাই জানি না।’
এদিন পায়েলকে প্রশ্ন 𓆉করা হয়, তিনি আরমান-কৃতিকার মধ্যে কাকে বিজয়ী দেখতে চান? এই প্রশ্নে পায়েল কৃতিকার নাম নেন।